খালেদার আরও বেশি সাজা হওয়া উচিত ছিলঃ-(আইনমন্ত্রী)


প্রকাশের সময় :১৮ ফেব্রুয়ারি, ২০১৮ ৭:৫০ : অপরাহ্ণ 654 Views

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আরও বেশি সাজা হওয়া উচিত ছিল বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।তিনি বলেন,বিচারক তার বয়স,সামাজিক মর্যাদা,শারীরিক অসুস্থতা বিবেচনায় অপরাধের তুলনায় সাজা কম দিয়েছেন।আজ রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘রাজনীতিতে দুর্বৃত্তায়ন এবং দুর্বৃত্ত ও দুর্নীতিমুক্ত রাজনীতি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।সভার আয়োজন করে বাংলাদেশ আওয়ামী লীগের আইনবিষয়ক উপকমিটি।দুর্বৃত্ত ও দুর্নীতিমুক্ত রাজনীতিবিষয়ক সভা হলেও আলোচনা বিএনপি,খালেদা জিয়া ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানে সীমাবদ্ধ থাকে।তবে দু-একজন আলোচক আওয়ামী লীগের নেতা-কর্মীদের দুর্নীতি প্রসঙ্গেও আলোচনা করেন।আইনমন্ত্রী বিএনপির গঠনতন্ত্রে পরিবর্তন আনার প্রসঙ্গে বলেন,বিএনপি আগেই বুঝতে পেরেছিল খালেদা জিয়া ও তারেক রহমানের বাঁচার উপায় নেই।তাদের সাজা হবে বুঝতে পেরেই গঠনতন্ত্রে পরিবর্তন এনেছে।খালেদা জিয়ার সাজার মধ্য দিয়ে বিএনপি অস্তিত্বের সংকটে পড়েছে।খালেদা জিয়ার মামলার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই উল্লেখ করে আনিসুল হক বলেন,এ মামলার সঙ্গে আওয়ামী লীগের কোনো সম্পৃক্ততা নেই।আওয়ামী লীগের সম্পৃক্ততা আইনের শাসন প্রতিষ্ঠায় যেসব জঞ্জালের বিচার হওয়া উচিত, তা–ই নিশ্চিত করেছে।তিনি বলেন,‘এতিমের টাকা মেরেছেন,এখন বলছেন রাজনৈতিক মামলা।এটি ঠুনকো এক্সকিউজ।এটি ছাড়া তাদের বলার কিছু নেই।’ সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের আইনবিষয়ক উপকমিটির চেয়ারম্যান ইউসুফ হোসেন।আলোচনায় অংশ নেন সাবেক বিচারপতি সৈয়দ আমিরুল ইসলাম,লেখক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ,ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনোয়ার হোসেন,জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন,সাংস্কৃতিক ব্যক্তিত্ব গোলাম কুদ্দুস,অ্যাডভোকেট কামরুল হক সিদ্দিকী, সাংবাদিক স্বদেশ রায়,মোজাম্মেল বাবু,মঞ্জুরুল ইসলাম।সভা সঞ্চালনা করেন আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক শ ম রেজাউল করিম।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
September 2024
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!