শিরোনাম: খেলাধূলার পাশাপাশি পড়াশোনার প্রতিও শিক্ষার্থীদের মনযোগী হতে হবেঃ ডিসি শামীম আরা রিনি বান্দরবানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত রাঙামাটি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর সভাপতি নির্বাচিত হলেন মামুনুর রশীদ বান্দরবানে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন অনুষ্ঠিত গণঅভ্যুত্থান পরবর্তী দেশ গড়ার চ্যালেঞ্জ মোকাবেলায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করুনঃ ডিসি শামীম আরা রিনি বান্দরবানের রুমায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের দুই সন্ত্রাসী আটক বান্দরবানে তারুণ্যের উৎসবঃ উদ্বোধনের অপেক্ষায় জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ রোয়াংছড়ি আর্মি ক্যাম্পের উদ্যোগে মাতৃদুগ্ধ পোষ্যকালীন মায়েদের সহায়তায় বিশেষ অনুষ্ঠান ও উপহার বিতরণ

সাজেকে নিরাপত্তাবাহিনীর অভিযানে ইউপিডিএফের ৪ আস্তানা ধ্বংস,অস্ত্র ও গুলি উদ্ধার


প্রকাশের সময় :৬ নভেম্বর, ২০১৭ ২:৪৬ : পূর্বাহ্ণ 723 Views

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-রাঙামাটির সাজেকে নিরাপত্তাবাহিনী অভিযান চালিয়ে ইউপিডিএফের চারটি আস্তানা ধ্বংস,বিপুল পরিমাণ অগ্নেয়াস্ত্র,বিস্ফোরক ও সামরিক পোষাক উদ্ধার করেছে।আসন্ন শান্তিচুক্তির বর্ষপুর্তি এবং ১০ নভেম্বর মানবেন্দ্র নারায়ণ লারমার মৃত্যু দিবসকে সামনে রেখে সশস্ত্র সংগঠনগুলোর চাঁদাবাজিসহ নানা ধরনের সশস্ত্র সন্ত্রাসী কর্মকান্ড বৃদ্ধি পেয়েছে।তারা পাহাড়ের বিভিন্ন স্থানে সংগঠিত হয়ে চাঁদাবাজি সহ নাশকতার পরিকল্পনা করে আসছিল।শান্তিচুক্তি বিরোধী উপজাতি সংগঠন ইউপিডিএফ এর সশস্ত্র দল তাদের গোপন আস্তানায় এমনই একটি গোপন বৈঠকে মিলিত হয়েছে বলে সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করে নিরাপত্তাবাহিনী।সাজেকে নিরাপত্তাবাহিনীর এ অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র,বিস্ফোরক ও সামরিক পোষাক-সরঞ্জাম উদ্ধার হয়েছে।এ সময় ইউপিডিএফ’র চারটি গোপন আস্তানা ধ্বংস করেছে নিরাপত্তাবাহিনী।গত শনিবার (৪ নভেম্বর) ভোর সাড়ে ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত টানা ১৫ ঘন্টা এ অভিযান চলে।উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও সরঞ্জামের মধ্যে রয়েছে,দু’টি বন্দুক,১টি পিস্তল,পিস্তলের দুই রাউন্ড তাজা গুলি,বন্দুকের গুলির খালি খোসা ৪টি, একটি পরিপূর্ণ বোমা,প্লাস্টিক বোমা ৫শ গ্রাম,বোমা বানানোর সরঞ্জামাদি,বিপুল পরিমাণ কম্ব্যাট পোষাক ও কম্ব্যাট ট্রাউজারসহ বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম।নিরাপত্তাবাহিনীর সূত্র হতে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে বাঘাইহাট সেনা জোন হতে দু’টি টহল দল সাজেকের বিভিন্ন স্থানে অভিযান চালান।নিরাপত্তাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যেতে সক্ষম হয়।পরে তাদের চারটি আস্তানা তল্লাসী চালিয়ে এ বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করে সন্ত্রাসীদের চারটি আস্তানা ধ্বংস করা হয়।সন্ত্রাসীদের আস্তানাগুলো জনবসতিপূর্ণ এলাকায় হওয়ায় জানমালের ক্ষতির আশঙ্কায় নিরাপত্তাবাহিনীর কৌশলে অভিযান চালাতে হয়েছে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
February 2025
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!