পাহাড়ি জনগোষ্ঠীর মাঝে করোনা টিকা প্রদান


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :১৩ ডিসেম্বর, ২০২১ ১২:০৩ : পূর্বাহ্ণ 428 Views

রাঙামাটিতে প্রত্যন্ত ও দুর্গম অঞ্চলে বসবাসকারী পাহাড়ি জনগোষ্ঠীর মাঝে করোনা টিকা প্রদান করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক ব্যবস্থাপনায় এ টিকা কার্যক্রম পরিচালনা করা হয়।

গত বৃহস্পতিবার রাঙামাটি জেলার জুরাছড়ি উপজেলার অন্তর্গত দুমদুম্যা ইউনিয়নের ২, ৩, ৪ নম্বর ওয়ার্ডের বগাখালী এলাকায় এ টিকাদান কার্যক্রমে সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করে বাংলাদেশ সেনাবাহিনী।

এদিন কোভিড-১৯ টিকা কার্যক্রমের অংশ হিসেবে দ্বিতীয় ডোজের টিকাদান ক্যাম্পেইন পরিচালনা করা হয়।

প্রত্যন্ত ও দুর্গম অঞ্চলে বসবাসকারী পাহাড়ি জনগোষ্ঠীর মাঝে কোভিড-১৯ দ্বিতীয় ডোজের টিকা প্রয়োগের জন্য হেলিকপ্টারের সহায়তায় নেয়া হয়।

ওই এলাকা অত্যন্ত দুর্গম এবং যোগাযোগ ব্যবস্থা খুবই দুরূহ ও ঝুঁকিপূর্ণ হওয়ায় বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক ব্যবস্থাপনায় বাংলাদেশ বিমানবাহিনীর হেলিকপ্টারের সহায়তায় কোভিড-১৯ টিকা কার্যক্রমের অংশ হিসেবে দ্বিতীয় ডোজের এই টিক পৌঁছে দেয়া হয়।

এ টিকাদান কার্যক্রমে অংশগ্রহণ করে বাংলাদেশ সেনাবাহিনীর প্যারামেডিক, উপজেলা প্রশাসনের নির্বাহী অফিসার, থানা স্বাস্থ্য অফিসার ও কর্মীগণ। এ সময় প্রায় ৪০০ জনকে করোনা টিকার দ্বিতীয় ডোজ প্রদান করা হয়।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
January 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!