শিরোনাম: খেলাধূলার পাশাপাশি পড়াশোনার প্রতিও শিক্ষার্থীদের মনযোগী হতে হবেঃ ডিসি শামীম আরা রিনি বান্দরবানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত রাঙামাটি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর সভাপতি নির্বাচিত হলেন মামুনুর রশীদ বান্দরবানে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন অনুষ্ঠিত গণঅভ্যুত্থান পরবর্তী দেশ গড়ার চ্যালেঞ্জ মোকাবেলায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করুনঃ ডিসি শামীম আরা রিনি বান্দরবানের রুমায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের দুই সন্ত্রাসী আটক বান্দরবানে তারুণ্যের উৎসবঃ উদ্বোধনের অপেক্ষায় জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ রোয়াংছড়ি আর্মি ক্যাম্পের উদ্যোগে মাতৃদুগ্ধ পোষ্যকালীন মায়েদের সহায়তায় বিশেষ অনুষ্ঠান ও উপহার বিতরণ

স্বামীর থেকে ১৯ বছরের বড় নায়িকা সিমলা…!!!


প্রকাশের সময় :৩ জানুয়ারি, ২০১৮ ৫:১৪ : পূর্বাহ্ণ 963 Views

বিনোদন নিউজ ডেস্কঃ-ঢালিউডে অনেক দিন ধরেই খোঁজ নেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী অভিনেত্রী সিমলার।অনেকে নতুন কাজ নিয়ে তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও ব্যর্থ হন।ঢালিউডে এবার বেশ জোরেশোরে গুঞ্জন উঠেছে সিমলার বিয়ে নিয়ে।তবে এবার সব গুঞ্জনকে ছাপিয়ে সিমলার বিয়ে নিয়ে সত্যতা নিশ্চিত করছে কয়েকটি গণমাধ্যম।নির্ভরযোগ্য সূত্রের বরাতে সোমবার গণমাধ্যমে বলা হচ্ছে, ‘দীর্ঘ ব্যাচেলর জীবনের ইতি টেনেছেন বাংলা সিনেমার এক সময়কার জনপ্রিয় এ নায়িকা।গত বছরের অক্টোবরের শুরুর দিকে কোন এক দিন তিনি বিয়ের পিঁড়িতে বসেছেন।’ খোঁজ নিয়ে জানা গেছে,বর মাহি বি জাহান।পেশায় ব্যবসায়ী। থাকেন যুক্তরাজ্যের রাজধানী এবং পৃথিবীর অন্যতম বৃহত্তম শহর লন্ডনে।পারিবারিক ব্যবসা দেখাশোনা করেন সেখানে।আর তাদের বিয়েতে দুই পরিবারের ঘনিষ্ঠজন ও বন্ধুরা উপস্থিত ছিলেন।ভালোলাগা থেকে ভালবাসা,এরপর বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা।আরও জানা গেছে,বর মাহির বাড়ি বাংলাদেশের নারায়নগঞ্জে।তবে তাদের বয়সের পার্থক্য হিসেব করলে সিমলা মাহির চেয়ে বয়সে প্রায় ১৮-১৯ বছরের বড়।এ বিষয়ে কথা বলতে সিমলার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাতে পাওয়া যায়নি। এরপর মাহির সাথের যোগাযোগের চেষ্টা করা হয়,তবে তাকেও পাওয়া যায়।দুজনের ফোনই বন্ধ পাওয়া গেছে।
অন্যদিকে সময় বদলে গিয়েছে।সেই সঙ্গে পাল্টে গিয়েছে সিমলার ক্যারিয়ারের চিত্রপটও।ক্যারিয়ারের জৌলুশ সময় আগের মতো আর নেই।তারপরও আত্মপ্রত্যয়ী তিনি।ভালো কাজ দিয়ে দর্শকদের কাছে থাকতে চান।সে লক্ষ্যেই স্বপ্ন বুনে চলেছেন এখনও।এদিকে বেশ কিছুদিন আগে সিমলার কাছে বিয়ের বিষয়ে তার ভাবনা জানতে চাওয়া হয়েছিলো।তখন তিনি বলেছিলেন, ‘মানুষ হিসেবে একটা বোধ আছে তো।বিয়ের বিষয়টা সম্পূর্ণ স্রষ্টার হাতে।আমি চেষ্টা করেছি।কিন্তু আমি চাইলেও করতে পারিনি।তার মানে আমার দ্বারা আপতত সম্ভব নয়।সৃষ্টিকর্তা যেদিন চাইবে সেদিন হবে।তবে ব্যাচেলর জীবনটাকে উপভোগ করছি।যে এই অনুভূতিটা উপভোগ করে সেই জানে।আর বিয়ের সময় তো এখনও ফুরিয়ে যায়নি।আমার চুলগুলো তো এখনও কালো।’ সিমলা এরই মধ্যে শেষ করেছেন রশিদ পলাশের ‘নাইওর’ ছবির শুটিং।কাজ করছেন রুবেল সিদ্দিকীর ‘নিষিদ্ধ প্রেমের গল্প’ ছবিতে।সেটির কাজও শেষ প্রায়।খুব শিগগিরই কাজ শুরু করার সম্ভাবনা আছে ‘ম্যাডাম ফুলি-২’ ছবির কাজও।১৬ বছর পর ছবিটির সিক্যুয়েল নির্মাণ করতে যাচ্ছেন আশিকুর রহমান।এ নিয়ে ভীষণ আশাবাদী তিনি।প্রথম চলচ্চিত্রে অভিনয় করেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন এমন স্বল্প অভিনেত্রীর মধ্যে সিমলা অন্যতম।শহীদুল ইসলাম খোকনের পরিচালনায় ‘ম্যাডাম ফুলি’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বাংলা চলচ্চিত্রে যাত্রা শুরু করেন ১৯৯৯ সালে।প্রথম ছবির এই সাফল্যে তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি।সিমলার শৈশব কৈশোর কেটেছে ঝিনাইদহের শৈলকূপায়।শৈলকূপা গার্লস স্কুল থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি শৈলকূপা সরকারী কলেজে উচ্চমাধ্যমিকে ভর্তি হন।কিন্তু দ্বিতীয় বর্ষে পড়ার সময়ই চলচ্চিত্রে অভিনয় শুরু করেন বলে পড়াশোনার ইতি ঘটে। সিমলার বাবা প্রয়াত আব্দুল মাজেদ একজন ব্যবসায়ী ছিলেন।মা একজন গৃহিণী।৬ ভাই ও ৫ বোনের মধ্যে সিমলা সবার ছোট।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
February 2025
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!