শিরোনাম: খেলাধূলার পাশাপাশি পড়াশোনার প্রতিও শিক্ষার্থীদের মনযোগী হতে হবেঃ ডিসি শামীম আরা রিনি বান্দরবানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত রাঙামাটি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর সভাপতি নির্বাচিত হলেন মামুনুর রশীদ বান্দরবানে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন অনুষ্ঠিত গণঅভ্যুত্থান পরবর্তী দেশ গড়ার চ্যালেঞ্জ মোকাবেলায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করুনঃ ডিসি শামীম আরা রিনি বান্দরবানের রুমায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের দুই সন্ত্রাসী আটক বান্দরবানে তারুণ্যের উৎসবঃ উদ্বোধনের অপেক্ষায় জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ রোয়াংছড়ি আর্মি ক্যাম্পের উদ্যোগে মাতৃদুগ্ধ পোষ্যকালীন মায়েদের সহায়তায় বিশেষ অনুষ্ঠান ও উপহার বিতরণ

“সড়ক দুর্ঘটনা রোধ” শীর্ষক সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত


নিজস্ব প্রতিনিধি প্রকাশের সময় :২৮ জানুয়ারি, ২০২০ ১:০৪ : পূর্বাহ্ণ 810 Views

বান্দরবানে সড়ক দুর্ঘটনা কমাতে বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এক ব্যাতিক্রমী সভার আয়োজন করেছেন।সোমবার বান্দরবান হিলভিউ কনভেনশন সেন্টারে সুশীল সমাজ,সাংবাদিকবৃন্দ ও পরিবহন মালিক-শ্রমিকদের নিয়ে সদর ইউ.এন.ও এর নিজ উদ্যোগে সচেতনতামূলক এই সভাটি অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো.দাউদুল ইসলাম।সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউ.এন.ও) নোমান হোসেন প্রিন্স এর সভাপতিত্বে আয়োজিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্চলিক পরিষদ সদস্য কাজল কান্তি দাশ,শৈলশোভা সভাপতি আব্দুল কুদ্দুছ চেয়ারম্যান,জেলা পরিষদ সদস্য মোজাম্মেল হক বাহাদুর,প্রেসক্লাব সভাপতি মনিরুল ইসলাম মনু,সাধারণ সম্পাদক মিনারুল হক,সার্জেন্ট আলী আশরাফ মোল্লা,পরিবহন মালিক-শ্রমিক নেতা সুব্রত কান্তি ঝন্টু,জীপ কার চালক শ্রমিক নেতা মোঃ আলমগীর হোসেন প্রমুখ।ব্যাতিক্রমী এই সভার সঞ্চালনা করেন সহকারী কমিশনার (ভূমি) নাজমা বিনতে আমীন (সদ্য পদোন্নতি প্রাপ্ত)।আয়োজক বান্দরবান সদর উপজেলা নির্বাহী অফিসার বলেন,২০১৯ এর জুন থেকে সড়ক নিরাপদ, এবং দুর্ঘটনারোধে করনীয় দিকগুলো নিয়ে সুদুর প্রসারি চিন্তাভাবনা থেকে সমাজের নানা শ্রেনী-পেশার মানুষের সঙ্গে আলাপ আলোচনা করে যাচ্ছি।পরিবহন মালিক-শ্রমিক-সুশীল সমাজের প্রতিনিধি সকলের সমন্বয়ে করনীয় ঠিক করতে জনসচেতনতামূলক এই সভার আয়োজন করা হয়েছে।এই উদ্যোগের অংশ হিসেবে ১৫ টি স্লোগান নিয়ে বিভিন্ন ব্যানার এবং স্টীকার পরিবহনগুলোতে লাগানো হচ্ছে।মতবিনিময় সভার প্রধান অতিথি জেলা প্রশাসক মো.দাউদুল ইসলাম বলেন,সড়কে শৃঙ্খলা ফেরাতে পরিবহন মালিক-শ্রমিক,প্রশাসন,আইনশৃঙ্খলা বাহিনী এবং জনগনকে একসঙ্গে কাজ করতে হবে।সড়কের শৃঙ্খলা নিশ্চিত করতে ঐক্যমতের কোনও বিকল্প নাই।সড়ক দুর্ঘটনারোধে জনসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়।এসময় বিআরটিএ’কে চালকদের লাইসেন্স-গাড়ির রেজিস্ট্রেশন প্রাপ্তি তে দীর্ঘ সুত্রতা এবং হয়রানি বন্ধ করতে কঠোর নির্দেশ প্রদান করেন জেলা প্রশাসক মো.দাউদুল ইসলাম।অনুষ্ঠানের শেষ পর্যায়ে আইন ভঙ্গ না করতে চালক শ্রমিকদের শপথ বাক্য পাঠ করানো হয় এবং বর্ণাঢ্য প্রীতিভোজের মধ্য দিয়ে আলোচিত এই জনসচেতনতামূলক সভার সমাপ্তি টানে বান্দরবান সদর উপজেলা প্রশাসন।এদিকে সড়ক দুর্ঘটনারোধে উপজেলা প্রশাসন তথা ইউ.এন.ও নোমান হোসেন প্রিন্স এর এমন উদ্যোগ কে স্বাগত জানিয়েছে বান্দরবানের সর্বস্তরের জনসাধারণ।তাদের ভাষ্য,এ ধরনের উদ্যোগ নিশ্চয়ই সড়ক পথে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ভুমিকা রাখবে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
February 2025
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!