সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদান পেলো প্রয়াত সাংবাদিক বদরুল ইসলাম মাসুদ পরিবার


প্রকাশের সময় :৭ মে, ২০২৪ ৩:০৬ : অপরাহ্ণ 301 Views

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে বরাদ্দকৃত কল্যাণ অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৭ মে) জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই চেক হস্তান্তর অনুষ্ঠিত হয়।এদিন বান্দরবানের জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত প্রয়াত সাংবাদিক বদরুল ইসলাম মাসুদ এর পরিবারের হাতে ২ লক্ষ টাকার একটি চেক হস্তান্তর করেন।এসময় জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক প্রদত্ত বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের কল্যান অনুদান একটি মানবিক কার্যক্রমের অংশ।যা পৃথিবীর প্রতিটি দেশের জন্য একটি দৃষ্টান্ত।এসময় জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন আরও বলেন,মৃত্যুবরণকারী পরিবারের প্রতি আমি সমবেদনা জানাই।কোন মৃত্যুই কাঙ্ক্ষিত নয়।এতে পরিবার অসুবিধার সম্মুখীন হয়।প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বে আজকে সাংবাদিক কল্যান ট্রাস্ট যে বরাদ্দটি দিয়েছে সেটা যেনো পরিবারের আয়ের একটা উৎস হিসেবে উনারা ব্যবহার করতে পারেন সেটাই আমাদের প্রত্যাশা।ভবিষ্যতেও যে কোনও ধরনের সহায়তার আশ্বাসও প্রদান করবেন বলেও জানান।এসময় শোকাহত পরিবারের সদস্যদের সাথেও কথা বলেন জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উম্মে কুলসুম,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট চাইথোয়াইহলা চৌধুরী,নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ আব্দুল্লাহ আল মামুন,বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু,সাধারণ সম্পাদক মিনারুল হকসহ জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।উল্লেখ্য, জেষ্ঠ্য সাংবাদিক বদরুল মাসুদ সর্বশেষ দৈনিক আজকের পত্রিকার বান্দরবান জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।এছাড়াও তিনি দৈনিক সমকাল,দৈনিক সংবাদ,দৈনিক সাঙ্গু এবং দৈনিক মৈত্রীতে বান্দরবান প্রতিনিধি হিসেবে কাজ করেছেন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
December 2024
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!