শুরু হলো এসএসসি ও সমমান পরীক্ষাঃ কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :১৫ ফেব্রুয়ারি, ২০২৪ ১১:৫৯ : অপরাহ্ণ 194 Views

সারাদেশের ন্যায় পার্বত্য জেলা বান্দরবানেও এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছে।সকাল ১০ টায় পরীক্ষা শুরু হয়।বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) জেলা সদরের বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয়সহ সরজমিনে পরিদর্শনে দেখা যায় স্বতঃস্ফূর্তভাবে পরীক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করছেন।জেলা শিক্ষা অফিসের দেয়া তথ্য মতে সারাদেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা ২০২৪ এর অংশ হিসেবে বান্দরবান পার্বত্য জেলায় এসএসসি ও সমমান পরীক্ষায় বান্দরবান জেলা সদর সহ ৬ টি উপজেলায় মোট ২৫ টি পরীক্ষা কেন্দ্রে সর্বমোট ৬২৫১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।তন্মধ্যে এসএসসি পরীক্ষার্থী ৫২২৫ জন,দাখিল পরীক্ষার্থীর সংখ্যা ৪৩০ জন এবং এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার্থী ৫৯৬ জন।এদিকে সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করাু লক্ষ্যে জেলা প্রশাসক বান্দরবানের সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।সকালে বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয়,সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়,বান্দরবান সিনিয়র আলিম মাদ্রাসা,সাঙ্গু উচ্চবিদ্যালয় সহ বেশকয়টি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন বান্দরবানের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শাহ্ মোজাহিদ উদ্দিন।সদর উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাবিবা মীরা,সহকারী কমিশনার (ভূমি) নার্গিস সুলতানা,সহকারী কমিশনার রাজিব কুমার বিশ্বাস,সহকারী কমিশনার মো.নবাব আলীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং সংশ্লিষ্টরা এসময় উপস্থিত ছিলেন।এসময় জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন বলেন,সুষ্ঠু,সুশৃঙ্খল সর্বোপরি নকলমুক্ত একটি পরিবেশে পরীক্ষা গ্রহন নিশ্চিতে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন।প্রতিটি কেন্দ্রে কেন্দ্র সচিব এবং শিক্ষকরা দায়িত্ব পালন করছেন।একটি কুইক রেন্সপন্স টিম গঠন করা হয়েছে যাতে কেন্দ্রে পৌছাতে পরীক্ষার্থীরা কোনও সমস্যার সম্মুখিন হলে সময়মতো এই টিম পরীক্ষার্থীদের দ্রুত সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌছে দিতে পারে।তিনি বলেন,নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম উচ্চ বিদ্যালয় কেন্দ্রটি নিরাপত্তা জনিত কারনে স্থানান্তর করা হয়েছে।তবে পরীক্ষার্থীদের মধ্যে তিন জন পরীক্ষায় অংশগ্রহণ করেনি।বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে।আগামী মার্চ মাসের ১৩ তারিখে ব্যবহারিক পরীক্ষার মধ্য দিয়ে সমাপ্ত হবে এবারের এসএসসি,দাখিল ও সমমানের পরীক্ষা।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
September 2024
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!