মোটরসাইকেল চালকদের হ্যালমেট ব্যাবহারে উৎসাহিত করার লক্ষ্যে ব্যাতিক্রমী উদ্যোগ


প্রকাশের সময় :৫ এপ্রিল, ২০১৮ ৮:৫৯ : অপরাহ্ণ 1707 Views

বান্দরবান অফিসঃ-বান্দরবান জেলা প্রশাসন ও জেলা পুলিশ মোটরসাইকেল চালকদের হ্যালমেট ব্যাবহারে উৎসাহিত করার লক্ষ্যে হাতে নিলো এক ব্যাতিক্রমী উদ্যোগ।এরই অংশ হিসেবে আজ বৃহস্পতিবার সকালে বান্দরবানের প্রানকেন্দ্র হিসেবে পরিচিত ট্রাফিক মোড়ে স্বয়ং বান্দরবানের জেলা প্রশাসক আসলাম হোসেন ও জেলা পুলিশ সুপার মোঃজাকির হোসেন আইন মেনে মোটরসাইকেল চালকরা মাথায় হ্যালমেট পরার কারনে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন।শুধু কি তাই,ফুলেল শুভেচ্ছার পাশাপাশি প্রশাসনের তরফ থেকে মোটরসাইকেল ব্যাবহারকারীদের মিষ্টি মুখও করালো প্রশাসন।নিরাপদ ভ্রমনে জন সচেতনতা বৃদ্ধি করার অভিপ্রায় নিয়ে বান্দরবানে হ্যালমেট পরিহিত মোটরসাইকেল চালকদের ফুল ও মিষ্টি বিতরণ করলেন জেলা প্রশাসক আসলাম হোসেন ও পুলিশ সুপার মোঃজাকির হোসেন মজুমদার।আজ বৃষ্পতিবার সকালে বান্দরবান ট্রাফিক মোড়ে রাস্তার পাশে দাঁড়িয়ে ফুল ও মিষ্টি বিতরণ করেন জেলা প্রশাসক আসলাম হোসেন ও পুলিশ সুপার মোঃজাকির হোসেন মজুমদার।এসময় আরো উপস্থিত ছিলেন ট্রাফিক পুলিশ,হ্যালমেট পরিহিত অসংখ্য মোটর সাইকেল চালক ও সাংবাদিকরা।এ সময় পুলিশ সুপার ও জেলা প্রশাসক জানান,মোটরসাইকেল চালকদের নিরাপত্তার কথা চিন্তা ভাবনা করে বান্দরবান শহরে চলাচলকারী সকল মোটরসাইকেল চালকদের হ্যালমেট ব্যাবহারে উৎসাহিত করার জন্যই আমাদের এই উদ্যোগ।এই কার্যক্রম অব্যহত থাকবে।দুর্ঘটনা এড়াতে প্রত্যেক মোটরসাইকেল ব্যাবহারকারীদের হ্যালমেট পড়া জরুরি।মোটরসাইকেল চালক ও আরোহীরা যত বেশি হ্যালমেট ব্যাবহার করবে ততবেশী আকস্মিক দুর্ঘটনায় ক্ষয় ক্ষতি কমে আসবে।এদিকে জেলা প্রশাসন ও জেলা পুলিশের এমন উদ্যোগ কে স্বাগত জানিয়েছে বান্দরবান এর সর্বস্তরের সাধারণ জনগণ।তাদের ভাষ্যমতে ঝুঁকিপূর্ন বান্দরবানের আকাবাকা সড়কে মাথায় হ্যালমেট থাকলে চালকরা অনেক বেশী নিরাপদ থাকবে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
January 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!