![](https://www.chttimes.com/wp-content/uploads/2024/03/FB_IMG_1711534732971.jpg)
![](https://www.chttimes.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
বান্দরবানে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত ৯ ভূমি মালিকের হাতে ক্ষতিপূরণের দুই কোটি তেহাত্তর লাখ আঠাশ হাজার সাতশত আঠাশ টাকার চেক হস্তান্তর করা হয়েছে।বুধবার (২৭ মার্চ) জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের কাছে চেক বিতরণ করা হয়।বান্দরবানের জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের হাতে চেক হস্তান্তর করেন।এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উম্মে কুলসুম,রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) অরুপ রতন সিংহ সহ ভূমি মালিকরা উপস্থিত ছিলেন।
চেক বিতরন অনুষ্ঠানে জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন বলেন,আজক আমরা নয়জন কে এমআইসিআর চেক হস্তান্তর করলাম।আরও যেসব আবেদনগুলো প্রক্রিয়াধীন রয়েছে আমরা এসব আবেদন গুলো দ্রুততার সাথে দাপ্তরিক প্রক্রিয়া সম্পন্ন করবো।এদিন জেলার বিভিন্ন উপজেলার ৯ বাসিন্দা ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত হিসেবে এল.এ.চেক গ্রহন করেন।এবিষয়ে জেলা প্রশাসন এর কর্মকর্তারা জানান,সরকার এর উন্নয়নমূলক কাজে যাদের ভূমি অধিগ্রহণ করা হয়েছে তাদের ৯ জন কে আজ চেক দেওয়া হলো।ক্ষতিপূরন এর চেক বিতরন কার্যক্রম একটি চলমান প্রক্রিয়া এবং এটি অব্যাহত আছে।
জানা যায়,ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত ব্যক্তি জমির প্রয়োজনীয় কাগজপত্রসহ জেলা প্রশাসক কার্যালয় এর এলএ শাখায় যোগাযোগ করলে অতি সহজে স্বল্প সময়ের মধ্যে ক্ষতিপূরণ পাবেন।তবে কোনো প্রকার দালাল বা তৃতীয়পক্ষ না ধরারও আহবান জানিয়েছে জেলা প্রশাসন এর সংশ্লিষ্ট কর্মকর্তারা।এদিকে ক্ষতিপূরণ এর এল.এ চেক হাতে পেয়ে সন্তুষ্টি জানিয়েছে ক্ষতিগ্রস্থ ভূমি মালিকরা।কোনও প্রকার হয়রানি ছাড়াই দ্রুত সময়ে চেক পাওয়ায় সন্তুষ্ট হয়ে জেলা প্রশাসনকে কে প্রশংসায় ভাসিয়েছেন দুরদুরান্ত থেকে আসা ভূমি মালিকরা।