বান্দরবান বিশ্ববিদ্যালয়ের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও বনভোজন অনুষ্ঠিত


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :১৩ মার্চ, ২০২২ ১১:২৪ : অপরাহ্ণ 270 Views

প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমোদিত বান্দরবান বিশ্ববিদ্যালয়ের জন্য দুই লেন সড়ক করে দিচ্ছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।আরো দুটি সরকারি সংস্থা বিশ্ববিদ্যালয়ের জন্য ভবন ও ছাত্রাবাস করে দিচ্ছে।সেরা মানের শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে এটিকে গড়ে তুলতে কার্যক্রম চলমান রয়েছে।শনিবার (১২ মার্চ) দুপুরে সুয়ালকে বান্দরবান বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে প্রতিষ্ঠানটির ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমনটাই জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।বীর বাহাদুর বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনা বান্দরবান বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দিয়েছেন।আমরা যারা ট্রাস্টি আছি সবাই হোয়াইট মানি দিয়েছি,কেউ কালো টাকা দেয়নি।এ বিশ্ববিদ্যালয়ের জন্য দুই লেনের সড়ক করে দিচ্ছে এলজিইডি,একাডেমিক ভবন করে দিচ্ছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড,ছাত্রাবাস করে দিচ্ছে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ।তিনি বলেন কাঠ,পরিবহনসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠন বান্দরবান বিশ্ববিদ্যালয়ের জন্য ডোনেশন দিচ্ছে।এ ডোনেশনের টাকা শুধুমাত্র গরীব-মেধাবী ছাত্রছাত্রীদের জন্য শিক্ষাবৃত্তির কাজে ব্যবহার করা হবে।এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার গুণগত মান,অবকাঠামো বর্তমানে যা আছে,সার্বিক ক্ষেত্রে এর চেয়ে শতগুণ মান বাড়াতে আমরা চেষ্টা করে যাচ্ছি,সেটা করবো।যাতে যে কেউ বলতে পারে বান্দরবান বিশ্ববিদ্যালয় মানেই সেরা বিশ্ববিদ্যালয়।বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এএফ ইমাম আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন কর্নেল এবিএম ফারুকুজ্জামান, উপপরিচালক-স্থানীয় সরকার (উপসচিব) মো.লুৎফুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো.কুদ্দুস ফরাজী (পিপিএম),বান্দরবান পৌরসভার মেয়র মো. ইসলাম বেবী,বান্দরবান বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড.মো. নুরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে অংশ নেন অনুষ্ঠানে সকল উপজেলা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,জেলা উপজেলা পর্যায়ের সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ,আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনসমুহ, বিভিন্ন ব্যবসায়ী সংগঠন ও সমিতির নেতৃবৃন্দ, অভিভাবক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।উল্লেখ্য,২০১৯ সালের ৭ ফ্রেব্রুয়ারি পার্বত্য চট্টগ্রামের প্রথম বেসরকারি এ বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয়। বান্দরবান শিক্ষা ও উন্নয়ন ফাউন্ডেশন এবং পার্বত্য জেলা পরিষদের মধ্যে সমঝোতা স্মারকের ভিত্তিতে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপে (পিপিপি) এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়।বিশ্ববিদ্যালয়ের জন্য দুই লেন সড়ক নির্মাণে ব্যয় হবে ছয় কোটি এক লাখ টাকা। সড়ক নির্মাণ করছে এম.এম ট্রেডার্স নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান।সড়কের নির্মাণকাজ চলমান বলে জানিয়েছেন এলজিইডির বান্দরবান নির্বাহী প্রকৌশলী এনএসএম জিল্লুর রহমান।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
September 2024
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!