বান্দরবানে ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার


প্রকাশের সময় :২৪ মে, ২০১৮ ১১:১২ : অপরাহ্ণ 693 Views

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-বান্দরবানে একজন মাদক ব্যবসায়ী (ইয়াবা) কে গ্রেফতার করতে সক্ষম হয়েছে বান্দরবান জেলা গোয়েন্দা পুলিশ।বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন মজুমদারের নির্দেশনায় বান্দরবান এর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃইয়াছির আরাফাত এবং অফিসার ইনচার্জ (জেলা গোয়েন্দা শাখা) আনোয়ার হোসেন এর নের্তৃত্বে জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে বান্দরবান পৌরসভাধীন ০৪ নং ওয়ার্ডস্থ সাঙ্গু ব্রিজের পূর্ব পাশে হোটেল বিলকিছ এর সামনে পাকা রাস্তার উপর হতে ৮০০ পিস ইয়াবাসহ উক্ত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ।

বৃহস্পতিবার রাত ৮ টা ২০ মিনিটের সময় মাদক ব্যবসায়ী নুরুল বশর কে হাতেনাতে ৮০০ পিস ইয়াবা সহ গ্রেফতার করতে সক্ষম হয় গোয়েন্দা পুলিশ।আসামী নুরুল বশর বান্দরবান পৌরসভার ৪নং ওয়ার্ডের আকা উদ্দিন এর পুত্র বলে জানা গেছে।উদ্ধারকৃত মাদক দ্রব্য ইয়াবার বর্তমান বাজার মূল্য আনুমানিক দুই লক্ষ চল্লিশ হাজার টাকা।নুরুল বশর দীর্ঘদিন যাবৎ টেকনাফ সীমান্ত হতে ইয়াবা সংগ্রহ করে বান্দরবান জেলার বিভিন্ন এলাকায় ইয়াবা সরবরাহ ও ব্যবসা করে আসছে বলে জানা যায়।উক্ত ঘটনায় বান্দরবান পুলিশ তার বিরুদ্ধে বান্দরবান সদর থানায় ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন (সংশোধনী/ ২০০৪) এর ১৯(১) টেবিলের ৯(খ) ধারায় মামলা রুজু করেছে।

দেশব্যাপী মাদক বিরোধী অভিযান এর অংশ হিসেবে বান্দরবান পার্বত্য জেলাতেও মাদক বিরোধী কঠোর অভিযান পরিচালিত হয়ে আসছে।বান্দরবান পুলিশের পক্ষ থেকেও মাদক ব্যবসায়ীদের সম্পর্কে তথ্য দিতে গত কয়েকদিন ধরে জনসাধারণের প্রতি আহবান জানিয়ে আসছে বান্দরবান পুলিশ।মাদকের ভয়াবহ আগ্রাসন এর কথা উল্লেখ করে বান্দরবান এর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃইয়াছির আরাফাত ফেসবুকে লিখেছেন,আমরা চেষ্টা করে যাচ্ছি (বান্দরবান পুলিশ)।আপনি করছেন তো?বান্দরবানের বিভিন্ন সংগঠনের (যারা বিভিন্নভাবে সংগঠিত আছেন) দৃষ্টি আকর্ষণ করছি।সারা দেশের ন্যায় আপনারাও এগিয়ে আসুন।আপনারা যদি মাদকের বিরুদ্ধে এগিয়ে আসেন আমাদের পক্ষ হতে সর্বাত্মক সহযোগিতা করা হবে।আপনারা কি আমাদের কে নিয়ে কোনো মাদক বিরোধী র‍্যালী, সভা সেমিনার, অভিযান আয়োজন করতে পারেন না??সহযোগিতার হাত বাড়ানো থাকলো,অপেক্ষা শুধু আপনাদের উদ্যোগের অপেক্ষার।”চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে”।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
September 2024
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!