বান্দরবানে নবনির্মিত আঞ্চলিক পাসপোর্ট ভবনের উদ্বোধন


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :২৬ অক্টোবর, ২০২৩ ৩:৪৭ : অপরাহ্ণ 235 Views

বান্দরবানের সাধারণ জনগণকে দ্রুত সময়ে সেবা নিশ্চিত করতে আঞ্চলিক পাসপোর্ট অফিসের নব নির্মিত ভবন উদ্বোধন করা হয়েছে।বৃহস্পতিবার (২৬ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের আয়োজনে বান্দরবান সদরের ব্রিগেড সংলগ্ন এলাকায় এই পাসপোর্ট অফিসের উদ্বোধন করা হয়।এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নব নির্মিত ভবনের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো.নুরুল আনোয়ারের সভাপতিত্বে এসময় ৬৯ পদাতিক ব্রিগেড এর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ,জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন,পুলিশ সুপার সৈকত শাহীন, পৌরসভার মেয়র সামসুল ইসলাম এসময় উপস্থিত ছিলেন।এসময় বান্দরবান আঞ্চলিক পাসপোর্ট অফিসের নব নির্মিত ভবনের উদ্বোধন উপলক্ষে অফিস প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন,বর্তমান সরকার দেশের সাধারণ জনগণের পাসপোর্ট সেবা নিশ্চিত করার জন্য বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছেন এবং তার সুষ্ঠ বাস্তবায়ন করছে।পার্বত্যমন্ত্রী আরো বলেন, বান্দরবানে আঞ্চলিক পাসপোর্ট অফিসের নব নির্মিত ভবনের উদ্বোধনের মাধ্যমে বান্দরবানবাসী আরো একধাপ এগিয়ে গেল।এসময় মন্ত্রী বলেন,সরকার পাসপোর্ট এর জন্য নির্ধারিত চার্জ নিধারণ করে দিয়েছে।এই সরকার নির্ধারিত চার্জ ছাড়া কেউ অনৈতিকভাবে কোন অর্থ দাবি করলে তাকে আইনের আওতায় আনা হবে এবং শাস্তি প্রদান করা হবে।এসময় পার্বত্যমন্ত্রী সাধারণ জনগনকে হয়রানীমুক্ত ও সঠিকভাবে দ্রুত সময়ে পাসপোর্ট সরবরাহ করা এবং আঞ্চলিক পাসপোর্ট অফিসের সকল কর্মকর্তা ও কর্মচারীদের নিষ্টা ও সততার সাথে দায়িত্ব পালন করার আহবান জানান।

৪ কোটি ৩৫ লক্ষ টাকা ব্যয়ে নবনির্মিত তিন তলা এই ভবন নির্মান কাজ বাস্তবায়ন করেছে বান্দরবান গণপূর্ত বিভাগ।এতে ওয়েটিং এরিয়া,রিসিভিং কাউন্টার,পাসপোর্ট ডেলিভারী কাউন্টার,প্রি- এনরোলমেন্ট কক্ষ,প্রতিবন্ধীদের সেবা কক্ষ,সার্ভার কক্ষসহ ই-গেইট ব্যবহার ও ই পাসপোর্ট প্রদানের আধুনিক সুযোগ সুবিধা নিশ্চিত করা হয়েছে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
January 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!