বান্দরবানে জুম খাজনা আদায় উৎসব ‘অলুংজাঃ পোয়ে’


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :২৯ ডিসেম্বর, ২০২২ ৭:৪৪ : অপরাহ্ণ 197 Views

বান্দরবানের বিভিন্ন মৌজায় চলছে জুম খাজনা আদায়ের অনুষ্ঠান ‘অলুংজাঃ পোয়ে’।বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকালে জেলার রোয়াংছড়ি উপজেলার ৩৪০ নম্বর তারাছা মৌজা হেডম্যান এর বর্ণাঢ্য আয়োজনে এটি অনুষ্ঠিত হয়।এ সময় জুমিয়াদের কাছ থেকে খাজনা বাবদ একর প্রতি ৬ টাকা ৫০ পয়সা,উপঢৌকন হিসেবে দেশি মুরগি ও পাহাড়িদের তৈরি এক বোতল মদ এবং নজরানা হিসেবে ৫০০ টাকা করে আদায় করা হয়।

কারবারীরা (পাড়া প্রধান) প্রণাম জানিয়ে হেডম্যানকে এই খাজনা দিয়ে থাকেন।আর আদায়কৃত এ খাজনার একটি অংশ সার্কেল চীফ (রাজার) এর কাছে হস্তান্তর করা হবে।অনুষ্ঠানে তারাছা মৌজার হেডম্যান উনিংহ্লা মারমা,তারাছা মৌজার প্রবীণ ব্যক্তি মোহাম্মদ আব্দুল গফুর, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু,সাধারণ সম্পাদক মিনারুল হকসহ তারাছা মৌজার ১৪টি পাড়ার কারবারী (পাড়া প্রধান) ও মৌজাবাসীরা উপস্থিত ছিলেন।

তারাছা মৌজার হেডম্যান উনিংহ্লা মারমা জানান, মূলত বান্দরবানে প্রতি বছরের শেষে জুম খাজনা আদায় করা হয়।বোমাং সার্কেলের রাজারা ১৮৭৫ সাল থেকে এই অনুষ্ঠানটির প্রচলন শুরু করেন।তবে কালের বিবর্তনে এটি এখন অনেকটাই বিলুপ্তির পথে।অনেক হেডম্যান (মৌজা প্রধান) অনানুষ্ঠানিকভাবে আদায় করে দিনব্যাপী নানা বর্ণিল আয়োজনের ব্যবস্থা করেন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
September 2024
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!