বান্দরবানে কারিতাস বাংলাদেশের উদ্যোগে বন্যা দুর্গতদের নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী বিতরণ


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :৩১ আগস্ট, ২০২৩ ৭:২৬ : অপরাহ্ণ 546 Views

বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস বাংলাদেশ এর উদ্যোগে বৃহস্পতিবার (৩১ আগস্ট) বান্দরবান সদর ইউনিয়ন পরিষদে চত্বরে সাম্প্রতিক বন‍্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ অর্থ ও জরুরি উপকরণ বিতরণ করা হয়েছে।পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১৫০ জন দুর্গতদের মাঝে নগদ টাকা ও বিভিন্ন উপকরণ বিতরণ করেন।এসময় আলোচনা অনুষ্ঠানে মন্ত্রী বীর বাহাদুর বলেন,স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থদের জন্য সরকারের পাশাপাশি কারিতাস বাংলাদেশের এই উদ্যোগ প্রশংসিত।কারিতাস প্রতিটি দুর্যোগে বান্দরবান এর মানুষের পাশে দাঁড়িয়েছে এবং বহু বছর ধরে এই ধরনের মানবিক সহায়তা নিয়ে বান্দরবানবাসীর জন্য ছুটে এসেছে।তিনি অন্যান্য সংস্থাকেও দুর্গতদের সেবায় এগিয়ে আসার আহ্বান জানান।

কারিতাস বান্দরবানের প্রোগ্রাম অফিসার রূপনা দাশ এর সঞ্চালনায় ত্রাণ বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কারিতাস বাংলাদেশ চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক পরিচালক মার্সেল রতন গুদা।বান্দরবান সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অংচহ্রা মারমার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী,বান্দরবান জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার অরুন রতন সিংহ,বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি,বান্দরবান জেলার সেক্রেটারি অমল কান্তি দাশ,হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মংমং সিং প্রমুখ।

কারিতাসের কর্মকর্তাগণ মন্ত্রীকে জানান,কারিতাস বাংলাদেশ চট্টগ্রাম অঞ্চলের ব্যবস্থাপনায় এবং স্টার্ট ফান্ড বাংলাদেশের মাধ্যমে যুক্তরাজ্য, নেদারল্যান্ডস এবং জার্সি সরকার এবং সিআরএস-এর আর্থিক সহায়তায় বান্দরবান, রাঙ্গামাটি ও কক্সবাজার জেলায় মোট ৩,৭৫০ পরিবারকে সহায়তা প্রদানের লক্ষে‍ একটি প্রকল্প গ্রহণ করেছে।স্থানীয় সংস্থা হিসেবে এতে বাস্তবায়নে সার্বিক সহায়তা প্রদান করছে বান্দরবান এর বেসরকারি উন্নয়ন সংস্থা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন ও রাঙ্গামাটিতে আশিকা।

বান্দরবান সদর ইউনিয়ন এলাকা থেকে নির্বাচিত ১৫০ ক্ষতিগ্রস্ত পরিবারকে তাদের জরুরী প্রয়োজন যেমন খাদ্য ও পানীয়,পোশাক,আশ্রয়ের উপকরণ,জ্বালানী,রান্নার পাত্র,ওষুধসহ বিভিন্ন প্রয়োজনীয়তা পূরণের জন্য পরিবারভিত্তিক ৫,৫০০ টাকা করে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।যাতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো পুনরায় তাদের স্বাভাবিক জীবন পুনরায় শুরু করাটাই এই সহায়তার মূল উদ্দেশ্য।

স্বাস্থ্য বিধি উপকরণ ওয়াশ কিটস প্যাকেজ হিসেবে ১টি ঢাকনাসহ প্লাস্টিক বালতি (২০ লিটার),২টি জরিক্যান-(৫ লিটার),৪টি গোসলের সাবান (১০০ গ্রাম),৪টি কাপড় ধোয়ার সাবান (১২৫ গ্রাম),৪টি পুনঃব্যবহারযোগ্য সুতির কাপড় (স্যানিটারি ন্যাপকিন),১টি প্লাস্টিক মগ (১.৫ লিটার),১২ প্যাকেট ওরস্যালাইন (এসএমসি),২ বোতল খাবার পানি (২ লিটার) এবং ১টি করে মাঝারি আকৃতির নেইল কাটার প্রদান করা হয়।উল্লেখ্য,পর্যায়ক্রমে বান্দরবান জেলাসহ নির্বাচিত এলাকায় মোট ৩,৭৫০ পরিবারকে নগদ অর্থ সহায়তা ও উপকরণ বিতরণ করা হবে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
December 2024
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!