পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন,অন্ধকার পাহাড়ে আলো জ্বালিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুরদর্শী নেতৃত্বে পার্বত্য চট্রগ্রামে আমূল পরিবর্তন ঘটেছে।বুধবার (৩০ আগস্ট) সকালে বান্দরবানের লামা ও আলীকদম উপজেলায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তি ও উদ্বোধনকালে এসব কথা বলেন।
এসময় তিনি আরও বলেন,বর্তমান সরকার এর টানা চৌদ্দ বছর ক্ষমতাকালীন সময়জুড়ে পাহাড় এ যোগাযোগ,স্বাস্থ্য, কৃষি,শিক্ষাসহ নানা ক্ষেত্রে অভূতপুর্ব উন্নয়ন হয়েছে।পাহাড়ে এই উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আগামী দ্বাদশ নির্বাচনে আবারো শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে।
মন্ত্রী বীর বাহাদুর বলেন,এবারের বন্যায় বান্দরবানে ব্যাপক ক্ষতি হয়েছে।এই দুর্যোগ থেকে মানুষকে কাটিয়ে তোলতে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান কাজ করে যাচ্ছে।প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষতিগ্রস্ত মানুষদের যাতে না খেয়ে থাকতে হয়,খোলা আকাশ এর নিচে যাতে থাকতে না হয় তা নিয়ে সার্বক্ষণিক সজাগ ছিলেন।আমরা আমাদের সর্বোচ্চ টা নিয়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে ছিলাম এবং আছি।
এলজিইডির ৬ কোটি ৯৭লাখ,সড়ক ও জনপথ বিভাগের ১০ কোটি ১৭ লাখ,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এর ১ কোটি ৯২ লাখ এবং জেলা পরিষদের ৩ কোটি ৩৬ লাখ টাকাসহ ২২ কোটি ৪২ লাখ টাকার ১৪টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।পরে মন্ত্রী যোগাযোগ,কৃষি,ধর্মীয় প্রতিষ্ঠানসহ জনকল্যাণমূলক বিভিন্ন প্রকল্প ঘুরে দেখেন।এছাড়াও বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণের চাল,ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করেন।পরে মন্ত্রী যোগাযোগ,কৃষি,ধর্মীয় প্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রকল্প ঘুরে দেখেন এবং স্থানীয় প্রশাসন কর্তৃক আয়োজিত বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণের চাল,ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ সাইফুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক লক্ষ্মীপদ দাস, এলজিইডি এর নির্বাহী প্রকৌশলী ড.মো.জিয়াউল ইসলাম মজুমদার,সড়ক ও জনপথ বিভাগ এর নির্বাহী প্রকৌশলী মোসলেহ্ উদ্দিন চৌধুরী,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু বিন মো.ইয়াছির আরাফাত,লামা উপজেলা চেয়ারম্যান মোস্তাফা জামাল,ইউএনও মো.মোস্তফা জাবেদ কায়সার,আলীকদম ইউএনও জাবের মো.শোয়াইব,লামা পৌর মেয়র জহিরুল ইসলাম,লামা আওয়ামী লীগ সভাপতি বাথোয়াইচিং মার্মাসহ সংশ্লিষ্টরা এসময় উপস্থিত ছিলেন।