প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন বিশিষ্ট পরিবহন ব্যাবসায়ি অমল দাশ


বান্দরবান অফিস প্রকাশের সময় :৩১ অক্টোবর, ২০১৯ ১১:০৬ : অপরাহ্ণ 809 Views

আজ ৩১ অক্টোবর পার্বত্য জেলার জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল পাহাড়বার্তা’য় প্রকাশিত “যেভাবে ড্রাইভার থেকে পরিবহণ মাফিয়া টায়ার অমল !” শীর্ষক শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন পরিবহন মালিক সমিতির নেতা ও বিশিষ্ট ব্যবসায়ি অমল দাশ।

প্রতিবাদ লিপিতে তিনি বলেন,গত সোমবার (২৮ অক্টোবর) বান্দরবানে বিআরটিসি’র এসি বাস সার্ভিস চালু করলেও গত মঙ্গলবার দুপুরে চলাচলের সূচী নিয়মাতান্ত্রিক হয়নি দাবি করে বান্দরবান-চট্টগ্রাম সড়কে বিআরটিসি এসি বাস সার্ভিস কর্মীদের উপর হামলার নির্দেশ ও বাস বন্ধের হুমকির মতো স্পর্শকাতর বিষয়টি ছিলো একেবারেই অনাকাঙ্খিত,ভুল বোঝাবুঝি মাত্র।যা আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকালে বান্দরবান পৌরসভা মিলনায়তনে বিআরটিসি ও পূরবী-পূর্বাণী মালিক সমিতির নেতা,পৌর মেয়র ইসলাম বেবী এবং সাংবাদিকদের সাথে বৈঠকে সুন্দর ভাবে অবসান হয়েছে।প্রকাশিত সংবাদে বান্দরবান-চট্টগ্রাম সড়ক ও বান্দরবান-থানচি-রুমা ও রোয়াংছড়ি সড়কে অনন্ত ৮টি গাড়ির মালিক বলা হলেও এই তথ্য সত্য নয় যা খোঁজ খবর নিলে যেকেউ এর সত্যতা খুঁজে পাবে। বিএনপির সভানেত্রী ম্যামাচিং এর একসময়ের অন্যতম সহযোগী হিসাবে আমাকে উল্লেখ করা হলেও বিষয়টি সম্পুর্ণ মিথ্যা এবং সকলকে সগর্বে জানাতে চাই আমি মূলত বান্দরবান জেলা আওয়ামীলীগের একজন গর্বিত সদস্য মাত্র।

জেলার বিভিন্ন স্থানে আমার একাধিক জায়গার প্লটের কথা বলা হলেও এটা অতিরঞ্জিত এবং মিথ্যা। আমি ১৯৯১ সাল থেকে বান্দরবান শহরে সততা ও সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসছি। আমি দেশের প্রতিষ্ঠিত শিল্প গ্রুপ রহিম আফরোজ এর বিভিন্ন কোম্পানির একজন ডিলার।আমি কোনও ভাবেই রাতারাতি কোটিপতি হইনি।প্রকাশিত সংবাদে বলা হয়েছে আমি আমার আপন ভাগিনা নিপুর কান্তি দাশ কে বান্দরবান ছাড়ার হুমকি দিয়েছি যা সঠিক নয়।কাউকে বান্দরবান ছাড়ার হুমকি দেয়ার কতৃপক্ষ কোনওভাবেই আমি নই।সেই সাথে আমি এটাও উল্লেখ করছি,আমি দীর্ঘদিন ধরে পরিবহণ মালিক সমিতির দায়িত্বে থেকে যাত্রী সেবায় যথাযথ দায়িত্ব পালন করার পাশাপাশি মূলত জনসেবায় নিয়োজিত রয়েছি।দীর্ঘদিন ধরে বান্দরবান পার্বত্য জেলার বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সক্রিয় থেকে দেশ ও জাতীর কল্যানার্থে কাজ করছি।তাই আমি পাহাড় বার্তায় প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

এদিকে বিশিষ্ট পরিবহন ব্যাবসায়ি অমল কান্তি দাশ সিএইচটি টাইমস ডটকমকে বলেন,দীর্ঘদিন ধরে আমি ব্যাবসায়িক ভাবে সাফল্যের সাথে বান্দরবান জেলায় বসবাস করছি।বাংলাদেশের সবচেয়ে বড় এবং বৃহৎ রহিম আফরোজ,বিড়লা,এমআরএফ, গাজী,লুকাস,বিপি এর মতো কোম্পানিগুলোর বান্দরবানের স্থানীয় বিক্রয় প্রতিনিধি আমি।কোম্পানিগুলোর সাথে আমার চমৎকার ব্যাবসায়িক সম্পর্ক বিদ্যমান।যে কারণে অনেকে ব্যাক্তিগতভাবে এই ধরনের ব্যাবসা শুরু করলেও সুবিধা করতে না পেরে উল্টো আমাকে ক্ষতিগ্রস্থ করার চেষ্টা করছে।আমার ব্যাবসায়িক এই সাফল্যে ঈর্ষান্বিত হয়ে এবং ব্যাবসায়িক প্রতিযোগীতায় আমাকে টেক্কা দিতে না পেরে বান্দরবানের একটি স্বার্থান্বেষী মহল আমার বিরুদ্ধে অতীতেও নানারকম ষড়যন্ত্র করেছিলো এবং এখনও তাঁরা এটা করে যাচ্ছে।আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে অনলাইন নিউজ পোর্টালে আমাকে রাতারাতি টাকার মালিক বলা হয়েছে কিন্তু আমি কোনওভাবেই রাতারাতি টাকার মালিক নই।উল্টো বিভিন্ন ব্যাংক থেকে লোন নিয়ে বিনিয়োগ করে আমি আমার ব্যাবসা বড় করেছি।সত্যি কথা বলতে আমার এই ব্যাবসায়িক সাফল্য কে একটি কুচক্রী মহল কখনও মন থেকে মেনে নিতে পারেনি।বান্দরবান-চট্টগ্রাম সড়কে চলাচলরত সরকারি পরিবহন বিআরটিসি নিয়ে একটু ভুল বুঝাবুঝি সৃষ্টি হওয়ার পরিপ্রেক্ষিতে অনেকে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে এবং আমাকে বান্দরবানের পরিবহন সেক্টরে খলনায়ক বানিয়ে দিতে উঠেপড়ে লেগেছে।বিআরটিসি’র মতো সরকারি পরিবহন কে চ্যালেঞ্জ করার মতো ব্যাক্তিগত ক্ষমতা আমার নাই।বান্দরবানের জনসাধারণ উন্নত যে পরিবহন সেবার জন্য স্যোশাল মিড়িয়ায় দাবি জানাচ্ছে আমি এই দাবিকে শ্রদ্ধা জানাই এবং সম্মান জানাই।আশাকরি বান্দরবানের পরিবহন নিয়ে যে সংকট সৃষ্টি হয়েছে এটা খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
December 2024
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!