পার্বত্যাঞ্চলে আওয়ামী লীগ সরকারের সময়কালেই সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছেঃ মন্ত্রী বীর বাহাদুর


নাইক্ষ্যংছড়ি থেকে আমিনুল ইসলাম। প্রকাশের সময় :১৫ ডিসেম্বর, ২০২২ ৪:৪২ : অপরাহ্ণ 374 Views

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ও এলজিইডির অর্থায়নে প্রায় ২৬ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এর মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।পরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।এসময় মন্ত্রী বীর বাহাদুর বলেন,পার্বত্যাঞ্চলে আওয়ামী লীগ এর আমলে সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে।সাধারণ মানুষের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন হয়েছে।

আওয়ামী লীগ সরকার এর এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সকলের সহযোগিতাও কামনা করেন তিনি।এসময় তিনি পার্বত্যাঞ্চল এর উন্নয়ন ও অগ্রগতি নিশ্চিত রাখতে আগামীতেও আওয়ামী লীগকে ভোট দেওয়ার আহ্বান জানান।বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ক্ষুরিক্ষ্যং এ বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন শেষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে মন্ত্রী বীর বাহাদুর এসব কথা বলেন।

অনুষ্ঠান এর সভাপতিত্ব করেন দোছড়ি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মো.ইমরান।অনুষ্ঠান পরিচালনা করেন বান্দরবান জেলা আওয়ামীলীগ সদস্য তসলিম ইকবাল চৌধুরী।

এসময় পার্বত্য চট্রগ্রাম উন্নমন বোর্ড সদস্য (উপসচিব) মোহাম্মদ হারুন-আর রশীদ,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ডা.শেখ ছাদেক,বান্দরবান জেলা পরিষদ সদস্য লক্ষ্মীপদ দাস,সদস্য মোজাম্মেল হক বাহাদুর,এলজিইডি এর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জিয়াউল ইসলাম মজুমদার,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড (বান্দরবান ইউনিট) এর নির্বাহী প্রকৌশলী ইয়াছির আরাফাত,নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মো. শফিউল্লাহ,উপজেলা নির্বাহী অফিসার রোমেন শর্মা উপস্থিত ছিলেন।

এছাড়াও ওসি টানটু সাহা,বান্দরবান জেলা আওয়ামী লীগের সদস্য মো.আবু তাহের কোম্পানি,জেলা পরিষদে সদস্য ক্যানু ওয়ান চাক,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মংলা মার্মা
সদর ইউপি চেয়ারম্যন নুরুল আবছার ইমন,বাইশারী ইউপি চেয়ারম্যান মো.আলম,ঘুমধুম ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ,সোনাইছড়ি ইউপি চেয়ারম্যান এ্যানিং মার্মাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।মতবিনিময় সভাশেষে মন্ত্রী স্থানীয়দের মাঝে সোলার প্যানেল বিতরণ করেন এবং দোছড়ি ইউনিয়ন পরিষদ এর উদ্যোগে গরীব অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন মন্ত্রী বীর বাহাদুর এমপি।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
March 2025
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728  

error: কি ব্যাপার মামা !!