পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে বান্দরবান সদর থানা পুলিশ


ডেস্ক রিপোর্ট প্রকাশের সময় :১৭ জুলাই, ২০২৩ ২:০৮ : অপরাহ্ণ 487 Views

পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে নেমেছে বান্দরবান সদর থানা পুলিশ।আইনশৃংখলা নিয়ন্ত্রন ও সন্ত্রাস দমনের পাশাপাশি পুলিশ বিভাগীয় দায়িত্বের বাইরে পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়েও কাজ করছে।সোমবার (১৭ জুলাই) বান্দরবান সদর থানা চত্বরে এমন দৃশ্যেরই দেখা মিললো।বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার মো.তারিকুল ইসলাম,পিপিএম এর সার্বিক দিক-নির্দেশনা,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) হোসাইন মো.রায়হান কাজেমী পিপিএম-সেবা এর তত্বাবধানে এবং সদর থানা অফিসার ইনচার্জ মির্জা জহির এর নেতৃত্বে বান্দরবান সদর থানা পুলিশ এর আয়োজনে এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।

অফিস কক্ষসহ অফিস প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে পুলিশ সুপার এর নির্দেশে এমন একটি উদ্যোগ গ্রহন করার কথা জানিয়েছেন সদর থানা অফিসার ইনচার্জ মির্জা জহির।তিনি বলেন বিভাগীয় দায়িত্ব পালনের পাশাপাশি সপ্তাহব্যাপী এই পরিচ্ছন্নতা অভিযানে সদর থানার সকল পুলিশ সদস্য অংশ নিচ্ছে।ডেঙ্গু পরিস্থিতির বর্তমান পরিস্থিতি উল্লেখ করে আরও বলেন,আমাদের চারপাশ পরিস্কার পরিচ্ছন্ন রেখে সুস্থ ও সুন্দরভাবে বাঁচতে হবে।পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানটি অফিস প্রাঙ্গণকে ডেঙ্গুমুক্ত রাখতেও ভূমিকা রাখবে বলেও উল্লেখ করেন অফিসার ইনচার্জ (সদর) মির্জা জহির।সরেজমিনে দেখা যায়,অভিযানে থানা চত্বরে ছড়িয়ে ছিটিয়ে থাকা ময়লা আবর্জনা পরিস্কার এবং ঝুঁকিপূর্ণ গাছের ডাল কেটে ফেলা হচ্ছে।এছাড়াও বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা ময়লা আর্বজনা পরিস্কার পরিচ্ছন্ন করা হচ্ছে।এদিকে অফিসার ইনচার্জ মির্জা জহির জানান,পুরো সদর থানার চারপাশে সৌন্দর্য্যবর্ধনের অংশ হিসেবে বিভিন্ন প্রজাতির ফুলের চারা গাছ রোপনের বিশেষ পরিকল্পনা গ্রহন করা হয়েছে।এতে থানা চত্বরে একটি নির্মল বিমোহিত পরিবেশ তৈরি হবে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
January 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!