নতুন প্রজন্মের সামনে জাতির পিতার আদর্শ তুলে ধরতে হবেঃ বীর বাহাদুর উশৈসিং (এমপি)


নিজস্ব সংবাদদাতা প্রকাশের সময় :১১ জানুয়ারি, ২০২২ ৬:৫৯ : অপরাহ্ণ 465 Views

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন বাংলাদেশের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি ঐতিহাসিক ঘটনা বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং (এমপি)।তিনি বলেন,বাঙালি জাতির অবিসংবাদিত নেতা,স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের মহান স্থপতি পাকিস্তানী কারাগারের নির্জন প্রকোষ্ঠ থেকে মুক্তি লাভ করে ১৯৭২ সালের ১০ জানুয়ারি তাঁর স্বপ্নের স্বাধীন-সার্বভৌম বাংলাদেশে বীরের বেশে ফিরে আসেন।যা মহান মুক্তিযুদ্ধের ধারাবাহিক ইতিহাসের একটি বিশেষ মাইলফলক হিসেবে এদেশের ইতিহাস ঐতিহ্যে আজীবন সংরক্ষিত হয়ে থাকবে।এসময় তিনি আরও বলেন,শান্তি-সমৃদ্ধি-উন্নয়নের বাংলাদেশ বিনির্মাণে জাতির জনকের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনও বিকল্প নাই।জাতির পিতাকে স্বপরিবারে নির্মমভাবে হত্যার কথা উল্লেখ করে পার্বত্য মন্ত্রী আরও বলেন,লন্ডন থেকে ষড়যন্ত্র চলছে।একবার/দুইবার করে ১৯ বার গণতন্ত্রের মানস কন্যা বাংলাদেশ আওয়ামীলীগের প্রানপ্রিয় নেত্রী শেখ হাসিনা কে হত্যার চেষ্টা করা হয়েছে।ষড়যন্ত্রকারীরা থেকে নেই,তাই আওয়ামীলীগের প্রতিটি নেতাকর্মীকে সজাগ থাকতে হবে।নতুন প্রজন্মের সামনে জাতির পিতার আদর্শ তুলে ধরার আহবান জানিয়ে তিনি বলেন তাহলেই আজকের এই নতুন প্রজন্ম জাতির পিতার রক্ত সংগ্রামের সংগ্রামী ইতিহাস সম্পর্কে জানতে পারবে।মঙ্গলবার (১১ জানুয়ারি) বিকেলে বান্দরবান পৌর আওয়ামীলীগ এর উদ্যোগে জাতির পিতার ৫০তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে দুঃস্থ ও অসহায়দের মাঝে কম্বল বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব কথা বলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং (এমপি)।আলোচনা সভায় তিনি বান্দরবান পৌর আ.লীগের পক্ষ থেকে জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে শীতবস্ত্র বিতরণ কে একটি মহৎ এবং প্রশংসনীয় উদ্যোগ বলেও উল্লেখ করেন।বঙ্গবন্ধু মুক্ত মঞ্চে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান পৌর আ.লীগের সভাপতি অমল কান্তি দাশ।পৌর আ.লীগ সাধারণ সম্পাদক সামসুল ইসলাম অনুষ্ঠান স্বাগত বক্তব্য রাখেন এবং পৌর আ.লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কামাল পাশা সঞ্চালিত অনুষ্ঠানে বান্দরবান পৌরসভার ১৩শ দুঃস্থ ও অসহায়দের মাঝে কম্বল বিতরণ করা হয়।বাংলাদেশ আ.লীগ কেন্দ্রীয় পরিষদের সদস্য আব্দুর রহিম চৌধুরী,জেলা আ.লীগের সহসভাপতি কাজল কান্তি দাশ,জেলা আ.লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক লক্ষীপদ দাস,জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী প্রকাশ বড়ুয়া,জেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক মো.ওমর ফারুক,পৌর আওয়ামীলীগ নেতা রাজিব বড়ুয়া,আনন্দ দাশ প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
December 2024
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!