দক্ষিণ চট্টগ্রামের সবচেয়ে বড় ঈদ জামাত বান্দরবানে


প্রকাশের সময় :২৮ মে, ২০১৮ ৯:৪৮ : অপরাহ্ণ 662 Views

সিএইচটি নিউজ ডেস্কঃ-বান্দরবান কেন্দ্রীয় ঈদগা মাঠে সকাল ৮ ঘটিকায় ঈদ উল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। একই স্থানে ঈদের দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯ ঘটিকায়।আজ সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ঈদ জামাত আয়োাজন কমিটির এক প্রস্তুতিমূলক সভায় এ সিন্ধান্ত নেয়া হয়েছে।প্রতিকুল আবহাওয়া থাকলে কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।এছাড়া স্ব স্ব এলাকার মসজিদে ঈদের নামাজ আদায় করা হবে। বান্দরবানে এবার দক্ষিণ চট্টগ্রামের সবচে বড় ঈদ জামাত অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে।এবছর আট হাজার মুসল্লী এক সাথে ঈদের নামাজ করতে করতে পারবেন বলে সভায় জানানো হয়েছে। এলক্ষ্যে বিশাল প্যান্ডেল তৈরী করা হচ্ছে।প্রথম জামাতে ইমামতী করবেন বান্দরবান কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আলাউদ্দিন ইমামী। বান্দরবান থানা মসজিদের খতিব মাওলানা নুরুল আমিন দ্বিতীয় জামাতের ইমামতী করবেন।পুলিশের কড়া নরজদারির মধ্যদিযে দুইটি নিরাপত্তা গেইট দিয়ে মুসল্লিদের শৃঙ্খলার সাথে মাঠে প্রবেশ করতে হবে। ইউনিফর্মধারী পুলিশের পাশাপাশি সাদা পোষাকেও প্রয়োজনীয় সংখ্যক পুলিশ নিরাপত্তার দায়িত্বে থাকবেন।ঈদের ছুটিতে ঘরমুখি মানুষের উন্নত সেবা প্রদানের জন্য পরিবহণ মালিক ও শ্রমিকদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।বিশেষ করে অতিরিক্ত ভাড়া আদায় ও অতিরিক্ত যাত্রী পরিবহণ থেকে বিরত থাকতে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানানো হয়। এছাড়া ঈদের টানা বন্ধে বান্দরবান ভ্রমণে আসা পর্যটকদের আতিথিয়েতার বিষয়টিকে অধিক গুরুত্ব দেয়ার জন্য সকলের সহযোগিতা কামনা করা হয়।ঈদ উপলক্ষ্যে বান্দরবান শহরকে আকর্ষণীয় সাজে সজ্জিত করার জন্য বান্দরবান পৌরসভার মেয়রকে অনুরোধ জানানো হয়েছে।ঈদ জামাত আয়োজন কমিটির সভায় জেলা প্রশাসক মোঃআসলাম হোসেন সভাপতিত্ব করেন।সভায় অন্যান্যেদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার মোঃআলী হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃশফিউল আলম,অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃমফিদুল আলম,পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য শফিকুর রহমান,জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুর রহিম চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ,বান্দরবান পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী,বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর,জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক এ.কে এম জাহাঙ্গীর,বান্দরবান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ এর পরিচালক মাহাবুবুর রহমান,কেন্দ্রীয় জামে মসজিদের খতীব মাওলানা আলাউদ্দিন ইমামী,বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু,জেলা স্কাউট কমিশনার মোঃ বেলাল হোসেন এবং বনফুলের সত্ত্বাধিকারী খোরশেদ আলমসহ ঈদ জামাত আয়োজন কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
September 2024
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!