জেলা প্রশাসনের সুষ্ঠু ব্যবস্থাপনায় ভর্তুকি মূল্যে টিসিবি পণ্য বিক্রি শুরু


প্রকাশের সময় :২০ মার্চ, ২০২২ ৩:৪৬ : অপরাহ্ণ 433 Views

আসন্ন পবিত্র রমজান উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক সারাদেশে ১ কোটি পরিবারের হাতে টিসিবির পণ্য পৌঁছে দেওয়ার অংশ হিসেবে বান্দরবান পার্বত্য জেলার ৬৪,২৪১ টি পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি কার্যক্রম অনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।রবিবার (২০ মার্চ) সকালে এই কার্যক্রমের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এম.পি।জেলা সদরের রাজার মাঠ প্রাঙ্গনে মন্ত্রী মহোদয়ের উপস্থিতিতে পণ্য বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে বান্দরবানের জেলাপ্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি,বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এটিএম কাউসার হোসেন,বান্দরবান পৌরসভার মেয়র মো.ইসলাম বেবী,অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অশোক কুমার পাল (পিপিএম-সেবা),অতিরিক্ত জেলাপ্রশাসক (সার্বিক) মো.শেখ ছাদেক,জেলা পরিষদ সদস্য লক্ষীপদ দাশ,নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.কায়েসুর রহমানসহ রাজনৈতিক নেতৃবৃন্দ,পণ্য বিতরণ কার্যক্রমের মনিটরিং কর্মকর্তা,জেলা প্রশাসন ও বান্দরবান পৌরসভার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।জেলাপ্রশাসক রাজার মাঠ প্রাঙ্গনে পণ্য বিতরণ কার্যক্রমের উদ্বোধন শেষে পৌর এলাকার বালাঘাটা কেন্দ্রে পণ্য বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন।এছাড়া স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো.লুৎফুর রহমানের উপস্থিতিতে রোয়াংছড়ি উপজেলায় টিসিবি পণ্য শুরু করা হয়।এছাড়াও বান্দরবান সদর,রুমা,লামা,আলীকদম ও নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নেতৃত্বে স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তা সম্পৃক্ত করে ট্রাক সেলের মাধ্যমে পণ্য বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।এদিকে,সারাদেশের ন্যায় বান্দরবানেও টিসিবি পন্যের প্রতি সাধারণ মানুষের আগ্রহ বেড়েছে এবং তাদের চাহিদা পুরনে ১ম পর্যায়ে ট্রাকসেলের মাধ্যমে পণ্য বিক্রি চলমান রয়েছে।প্রথম পর্যায়ে টিসিবি পণ্যের ৩শত ৮৫.৪৪ মেট্রিকটন যা পুরো জেলায় ৬৪ হাজার ২ শত ৪০ জন পরিবারের কাছে পৌছাতে কাজ করছে জেলা প্রশাসন।১ম পর্যায়ের পণ্য তালিকায় রয়েছে ২ কেজি ডাল,২ লিটার তেল,২ কেজি চিনি।প্রতি কেজি চিনি ৫৫ টাকা,মসুর ডাল ৬৫ টাকা,সয়াবিন তেল প্রতি লিটার ১১০ টাকা নির্ধারণ করে বাজারজাত করা করা হবে।ন্যায্য মূল্যে টিসিবির ২য় ধাপে পণ্য বিক্রি শুরু হবে ২৭ মার্চ।২য় পর্যায়ে ৫শত ১৩.৯২ মেট্রিকটন বিভিন্ন খাদ্য পণ্য বিক্রি করা হবে।এতে প্রথম ধাপের তিনটি পণ্যের সাথে নতুন করে প্রতি কেজি ৫০ টাকা দরে ছোলা যুক্ত হবে।এবিষয়ে,বান্দরবানের জেলাপ্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি বলেন,আসন্ন রমজান উপলক্ষ্যে ২০ মার্চ সোমবার থেকে বান্দরবান জেলা জুড়ে ১ম পর্যায়ের টিসিবি পন্য বিক্রি শুরু হলো।ট্রাকসেলের মাধ্যমে তালিকা অনুযায়ী এই পণ্য সাধারণ মানুষের কাছে পৌছে দিতে কাজ করছে বান্দরবান জেলা প্রশাসন।মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রাধিকার ভিত্তিক চাওয়া ছিলো পবিত্র রমজান উপলক্ষে মানুষকে একটু স্বস্তি দিতে দেশের সাধারণ মানুষের কাছে ন্যায্য মূল্যে টিসিবির পণ্য পৌছে দেয়া।এবার আরও বৃহৎ পরিসরে এটি বাস্তবায়ন করা হচ্ছে।বান্দরবান জেলা প্রশাসন জেলার সকল উপজেলা নির্বাহী অফিসার ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে তালিকা অনুযায়ী ‘ফ্যামিলি কার্ডে” সাশ্রয়ী মূল্যে টিসিবির (ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ) পণ্য বিক্রি করা হচ্ছে।পণ্য বিক্রিকালীন সময়ে সকল স্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে পণ্য বিক্রির যাবতীয় কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।উল্লেখ্য,প্রতিবছর রোজার আগে দেশের মানুষকে ন্যায্যমূল্যে পণ্য দিয়ে থাকে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।এবছরও রমজান উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ২০ মার্চ সকাল থেকে সারাদেশের ন্যায় একযোগে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে।এবার টিসিবির এই পণ্য বিক্রির সার্বিক বিপনন প্রক্রিয়াটি সরাসরি জেলাপ্রশাসকের নেতৃত্বে সম্পন্ন করা হচ্ছে।টিসিবি সুত্রে জানা যায়,বান্দরবান সদর উপজেলায় ১৪ হাজার ১ শত জন,রোয়াংছড়ি উপজেলায় ৩ হাজার ৬ শত ২১ জন,রুমা উপজেলায় ৫ হাজার ৪ শত ১৯,থানচি উপজেলায় ৪ হাজার ১ শত ৩ জন,লামা উপজেলায় ১৬ হাজার ১শত ৪ জন,আলীকদম উপজেলায় ৯ হাজার ২ শত ২৭ জন এবং নাইক্ষ্যংছড়ি উপজেলায় ৯ হাজার ৪ শত ৭৯ জন উপকারভোগী ন্যায্যমূল্যে টিসিবির পণ্য ক্রয় করতে পারবেন।এক্ষেত্রে তালিকাভুক্তরাই এই সুবিধা ভোগ করতে পারবেন।সাধারন মানুষ বলছে টিসিবির এই পণ্য কিছুটা হলেও স্বস্তি দিবে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
January 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!