বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে বান্দরবান জেলা প্রশাসন পরিচালিত সব পর্যটন কেন্দ্রে কোনোরকম প্রবেশ ফি ছাড়াই প্রবেশ করতে পারবে দর্শনার্থীরা।বিজয়ের সুবর্ণজয়ন্তী ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বান্দরবান জেলা প্রশাসন পর্যটকদের জন্য বিজয় উপহার হিসেবে এমন একটি ঘোষণা করেছে।একদিনের জন্য বান্দরবান জেলা প্রশাসন পরিচালিত মেঘলা,নীলাচল,প্রান্তিক লেক,চিম্বুক,নীল দিগন্তসহ জেলার সাতটি উপজেলায় জেলা প্রশাসন পরিচালিত সব পর্যটন কেন্দ্রে পর্যটকরা এই সুবিধা ভোগ করবে।
বান্দরবান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.কায়েসুর রহমান জানান,বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস উপলক্ষে বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) বান্দরবান জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের আওতায় পরিচালিত সকল পর্যটনকেন্দ্রে একদিনের জন্য দর্শনার্থীরা বিনামূল্যে প্রবেশ করার সুযোগ পাবেন।দিবস উপলক্ষে বান্দরবানের সকল পর্যটন কেন্দ্রকে নতুনভাবে সাজানো হয়েছে।
বান্দরবান জেলা প্রশাসন সুত্র জানায়,শুধুমাত্র বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) ১ দিনের জন্য স্পটগুলো ফ্রি থাকবে।বান্দরবান এর জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি এর বিশেষ আগ্রহ ও নির্দেশে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে শুক্রবার (১৭ ডিসেম্বর) নীলাচল পর্যটন কেন্দ্রে বান্দরবানে বসবাসকারী ১১ টি ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায় এবং বাঙালি সম্প্রদায়ের ইতিহাস,ঐতিহ্য ও সংস্কৃতিকে লালন করে এমন সব পরিবেশনায় সমৃদ্ধ একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।এছাড়াও বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে ৫০ টি ফানুস নীলাচলের আকাশে উড়ানো হবে সাথে থাকবে আতশবাজি উৎসব। দর্শনার্থীদের জন্য থাকবে র্যাফেল ড্র এর মাধ্যমে আকর্ষণীয় পুরস্কার জেতার এক সুবর্ণ সুযোগ।
শুক্রবার (১৭ ডিসেম্বর) অনুষ্ঠানে টিকেটের প্রবেশ মূল্য নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা এবং টিকিটে উল্লিখিত নাম্বারটিই র্যাফেল ড্র এর কুপন নাম্বার হিসেবে বিবেচিত হবে।অনুষ্ঠানে ২০ জন ভাগ্যবান কুপন বিজয়ীর লোভনীয় সব পুরস্কার তুলে দেয়া হবে। পুরস্কার হিসেবে থাকছে ২৪” এলইডি টিভি,ইলেকট্রিক ওভেন,ইনফ্রারেড কুকার,রাইস কুকার,ননস্টিকি থ্রি পিস সেট,প্রেশার কুকার,ইলেকট্রিক কেটলি,ব্লেন্ডার,আয়রন,হটপট।প্রসঙ্গত,বর্ণাঢ্য এই আয়োজনে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।এসময় জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি,পুলিশ সুপার জেরিন আখতারসহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা সন্ধ্যাকালীন এই বর্ণিল আয়োজনে অংশগ্রহণ করবেন।