জাতির পিতা শেখ মুজিবুর রহমানই সর্বপ্রথম অসহায় মানুষের কল্যানে চিকিৎসা সহায়তা চালু করেনঃ বীর বাহাদুর


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :২২ জানুয়ারি, ২০২৪ ৯:৩১ : অপরাহ্ণ 224 Views

ক্যান্সার,কিডনী,লিভার সিরোসিস,জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত গরীব অসহায় রোগীদের মাঝে এককালীন অনুদানের চেক বিতরণ করা হয়েছে।সোমবার (২২ জানুয়ারি) বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ও জেলা সমাজ সেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে এককালীন আর্থিক অনুদানের এই চেক বিতরন করা হয়।চেক বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য সাবেক পার্বত্য মন্ত্রী ও বান্দরবানের সাংসদ বীর বাহাদুর উশৈসিং এমপি।

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ও সমাজসেবা বিষয়ক কনভেনিং কমিটির আহবায়ক তিং তিং ম্যা এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো.মাসুম বিল্লাহ্,সিভিল সার্জন প্রতিনিধি ডা.মো.সালাহ উদ্দিন,জেলা পরিষদ সদস্য লক্ষীপদ দাশ,
সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মিল্টন মুহুরী প্রমূখ।সমাজসেবা অধিদপ্তররের সহকারী পরিচালক উর্বশী দেওয়ান এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে ২৭ জনের মাঝে ১৩ লক্ষ ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যকালে সাংসদ বীর বাহাদুর উশৈসিং বলেন,মহান স্বাধীনতা যুদ্ধের পর জাতির পিতা শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যখন যুদ্ধবিদ্ধস্ত বাংলাদেশ ঘুরে দাঁড়াচ্ছিলো সেসময় সর্বপ্রথম জাতির পিতা শেখ মুজিবুর রহমানই অসহায় মানুষের কল্যানে চিকিৎসা সহায়তা চালু করেন।১৯৯৬ সালে জাতির পিতার কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্র ক্ষমতায় আসীন হওয়ার পর এই সুযোগ সুবিধা আরও বাড়িয়ে দিলেন।কমিউনিটি ক্লিনিক নির্মান করেই দায়িত্ব শেষ করেন নাই।এসব কমিউনিটি ক্লিনিক থেকে ৩০ ধরনের ওষুধ বিনামূল্যে সরবারহ করা হচ্ছে।এসময় উপকারভোগী উদ্দেশ্য করে বীর বাহাদুর অনুদানের অর্থ সহায়তা সঠিকভাবে ব্যায় করার আহবান জানান।সমাজসেবা অধিদপ্তর এর এমন উদ্যোগকে সরকারের সফলতার একটি অনবদ্য দৃষ্টান্ত বলেও তিনি আখ্যায়িত করেন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
December 2024
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!