বান্দরবান জেলা পুলিশ লাইন্স মাঠে চট্টগ্রাম রেঞ্জ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১০ মে) বিকেলে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জ পুলিশের অতিরিক্ত ডিআইজি মো.ইকবাল হোসেন,পিপিএম।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবানের পুলিশ সুপার জেরিন আখতার,বিপিএম।এসময় পুলিশ সুপার (ইনসার্ভিস) ওয়াহিদুল চৌধুরী,পুলিশ সুপার (ট্যুরিস্ট) মো.আব্দুল হালিম,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও ক্রাইম) মো.কুদ্দুস ফরাজী পিপিএম,অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মো.রেজা সরোয়ারসহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের পদস্থ কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।এর আগে অনুষ্ঠিত সমাপনী পর্বের খেলা।রেঞ্জ টুর্নামেন্টের এই সমাপনী খেলায় খাগড়াছড়ি জেলা পুলিশকে ২-০ গোলে পরাজিত করে বান্দরবান জেলা পুলিশ দলের খেলোয়াড়রা চ্যাম্পিয়ন হয়।বান্দরবান পুলিশ দলের খেলোয়াড় ইসহাক উদ্দিন সর্বোচ্চ ১০ গোল করে সেরা গোলদাতা এবং একই দলের রনি বড়ুয়া খেলায় সেরা খেলোয়াড় এর পুরস্কার অর্জন করেন।পরে রেঞ্জ ফুটবল টুর্নামেন্ট-২০২২ এর চ্যাম্পিয়ন টিম বান্দরবান জেলা পুলিশ দলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পুলিশ সুপার জেরিন আখতার,বিপিএম।একই সময় তিনি টুর্নামেন্টের সমাপ্তি ঘোষণা করেন।খেলায় ধারা ভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করেন ক্রীড়া সংগঠক মো.মাহফুজুর রশিদ বাচ্চু।এসময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন এবং কয়েকশো দর্শক খেলাটি উপভোগ করেন।