![](https://www.chttimes.com/wp-content/uploads/2017/12/FB_IMG_1512583848844.jpg)
![](https://www.chttimes.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-বান্দরবানের জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক বলেছেন,স্বর্ণ ব্যবসায়ীদের তালাবদ্ধ বাক্সে এসিড সংরক্ষণ করতে হবে এবং বোতলের গায়ে এসিড লেখা সর্তক লেবেল লাগাতে হবে।তিনি বলেন,অসর্তক ভাবে উন্মুক্ত স্থানে এসিড রাখায় গত সোমবার একটি স্বর্ণের দোকানে পানি ভেবে এসিড পান করায় জ্যোতি মারমা নামের একটি আড়াই বছরের শিশুকে পৃথিবী থেকে অকালে চিরবিদায় নিতে হয়েছে।এমন দুর্ঘটনা সমাজে কোনও ভাবেই কাম্য হতে পারেনা।এবিষয়ে আমাদের সকলকে যার যার অবস্থান থেকে আরও বেশী সতর্ক হয়ে চলাফেরা করতে হবে।দুর্ঘটনা রোধে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে।গতকাল বুধবার (৬ ডিসেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা এসিড নিয়ন্ত্রণ কমিটির সদস্য এবং জুয়েলারী প্রতিষ্ঠানের মালিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সমন্বয়ে অনুষ্ঠিত জরুরী সভায় জেলা প্রশাসক এ কথা বলেন।সভায় নিহত শিশুর মায়ের হাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সাত হাজার পাঁচশত টাকা প্রদান করা হয়।পরে জুয়েলারী সমিতির পক্ষ থেকেও ক্ষতিগ্রস্ত পরিবারকে পঞ্চাশ হাজার টাকা অনুদান হিসেবে প্রদানের ঘোষণা দেয়া হয়।সভার শুরুতেই নিহত শিশুর মা ঘটনার বিস্তারিত বিবরণ তুলে ধরেন।বিস্তারিত জানাতে গিয়ে সন্তান হারা মা বারবার কান্নায় ভেঙ্গে পড়েন এবং পুরো সম্মেলন কক্ষে এক হ্নদয় বিদারক দৃশ্যের অবতারণা ঘটে।সন্তান হারা মা এই ধরনের অসতর্কতায় আর যাতে কোনও মায়ের কোল খালি না হয় সে বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করার জোর দাবী জানান।সভায় অন্যান্যের মধ্যে জেলা নির্বাচন কর্মকর্তা জনাব জাহাঙ্গীর আলম রাকিব,উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব শারমিন আক্তারসহ জেলা পরিষদ সদস্য,পৌর কাউন্সিলর এবং জুয়েলারী মালিক সমিতির নেতৃবৃন্দ এবং গন্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।