ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে বিশেষ অভিবাবক সমাবেশ অনুষ্ঠিত


প্রকাশের সময় :১৭ সেপ্টেম্বর, ২০১৭ ৩:৪৯ : পূর্বাহ্ণ 954 Views

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মেধা বিকাশে করনীয় নিরুপনার্থে বিশেষ অভিবাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।গতকাল শনিবার (১৬ সেপ্টেম্বর) সকালে বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ এর নিজস্ব অডিটোরিয়ামে সমাবেশ টি অনুষ্ঠিত হয়।প্রতিষ্ঠানের অধ্যক্ষ লেঃপ্রতিষ্ঠানের অধ্যক্ষ লে.কর্নেল দিলীপ কুমার রায় এর সভাপতিত্বে সমাবেশটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদ সভাপতি ও বান্দরবানের ৬৯ পদাতিক ডিভিশনের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ যুবায়ের সালেহীন এসইউপি,এনডিইউ, পিএসসি।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য শফিকুর রহমান ও কাজল কান্তি দাশ,বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ ও মোজাম্মেল হক বাহাদুর,বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু।এছাড়া প্রতিষ্ঠানটির শিক্ষক,স্থানীয় গণমাধ্যম কর্মী এবং শতাধিক অভিভাবকও সেখানে উপস্থিত ছিলেন।প্রধান অতিথির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ যুবায়ের সালেহীন বলেন, “বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের কোনো শিক্ষক যদি শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে গিয়ে কোচিং বাণিজ্যের সাথে জড়িত হয় তাহলে সেসব শিক্ষকদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে বাধ্য হবে প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদ।শিক্ষার্থীদের মেধা বিকাশে করণীয় নির্ধারণে আয়োজিত অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন,শিক্ষকের নৈতিকতার ব্যাপারে আমরা আপোষহীন আছি এবং থাকবো।যদি কখনো কেউ আপোষ করে থাকেন,তাহলে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।প্রতিষ্ঠানের ভেতরেই অতিরিক্ত ক্লাসের ব্যবস্থার কথা জানিয়ে এসময় তিনি আরও বলেন,পঞ্চম,অষ্টম,দশম ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের পাবলিক পরীক্ষায় প্রস্তুতির জন্যে প্রতিষ্ঠানের ভেতরেই অতিরিক্ত ক্লাস বা কোচিং ক্লাসের ব্যবস্থা রয়েছে।এখন থেকে সরকারি নীতিমালা অনুসরণ করে কোচিং ক্লাসের ফি নেওয়া হবে।উল্লেখ্য,সম্প্রতি বান্দরবান জেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অতিরিক্ত কোচিং ফি আদায় এবং কিছু শিক্ষকের প্রাইভেট বাণিজ্য নিয়ে পত্র-পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদ প্রকাশিত হলে এ ব্যাপারে সরকারি নীতিমালা বাস্তবায়নের কঠোর নির্দেশ দিয়েছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর।এরই ফলশ্রুতিতে জেলা আইনশৃঙ্খলা বিষয়ক সভায় দোষীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনারও ঘোষণা দেন জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক।এদিকে বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে অভিভাবক সমাবেশে সবার মতামতের ভিত্তিতে সরকারি নীতিমালা অনুযায়ী সংশোধিত ফি আদায়ের মাধ্যমে আবারো কোচিং ক্লাস চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি নীতিমালায় জেলা পর্যায়ে কোচিং ফি প্রতি বিষয়ে ২শ’ টাকা এবং সব বিষয় মিলে সর্বোচ্চ ১ হাজার ২শ’ টাকা নেবার বিধান রয়েছে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
September 2024
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!