![](https://www.chttimes.com/wp-content/uploads/2020/01/FB_IMG_1579849639750.jpg)
![](https://www.chttimes.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
“মুজিব বর্ষের অঙ্গিকার, পুলিশ হবে জনতার” এই শ্লোগানে নতুনভাবে বদলে যেতে চায় পুলিশ।সেই লক্ষ্যে বান্দরবান পুলিশ বিভাগে সদ্য যোগদান করা পুলিশ সুপার জেরিন আখতার নানা উদ্যোগ নিচ্ছেন।নিজ বাহিনীর সদস্যদের অভিযোগ জেনে তা প্রতিকারের জন্য ‘অভিযোগ বক্স’ স্থাপনের উদ্যোগ নিয়েছেন তিনি।গত সোমবার (২০ জানুয়ারি) সকালে বান্দরবান শহরে শীতবস্ত্র বিতরণকালে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন তিনি।তিনি আরও জানান, যারা পুলিশের কাছে যেতে ভয় পায় বা নিজের পরিচয় গোপন রাখার ভয়ে পুলিশের কাছে গিয়ে তাদের অভিযোগ জানাতে পারেন না তাদের জন্য পুলিশ সুপার কার্যালয় গেইটে এই অভিযোগ বক্স বসানো হবে।প্রতিদিন এখান থেেক তিনি নিজেই প্রাপ্ত অভিযোগ যাচাই বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন। সর্বসাধারণের অভিযোগ ও তাদের কথা জানতে এ উদ্যোগ গ্রহন করা হয়েছে বলেও তিনি জানান।