অবশেষে পাওয়া গেলো বান্দরবান বিএনপির শর্তারোপিত কমিটির নামের তালিকা


প্রকাশের সময় :৪ মে, ২০১৮ ৮:২৯ : অপরাহ্ণ 981 Views

বান্দরবান অফিসঃ-অবশেষে পাওয়া গেলো বান্দরবান জেলা বিএনপির শর্তারোপিত এক মাস মেয়াদের ২১ সদস্য বিশিষ্ট জেলা কমিটির।২ মার্চ ২০১৭ তারিখ ঘোষিত বান্দরবান জেলা কমিটি নিয়ে নানা আলোচনা সমালোচনা ও তর্ক বিতর্কের মধ্যেই হঠাৎ করে বিএনপি মহাসচিব মীর্জা ফকরুল ইসলাম আলমগীর সাক্ষরিত কমিটির নামের তালিকা জনপ্রিয় সামাজিক যোগাযোগ মধ্যম ফেসবুকে ভাইরাল হলো।নামের তালিকা প্রকাশ হয়ে যাওয়ার পর অস্বস্তিতে পরেছেন ম্যা ম্যা চিং সমর্থন পুষ্ট নেতেকর্মীরা।এক ধরনের হতাশাচ্ছন্ন কর্মী সমর্থকরা গত ২৮ এপ্রিল সরকারী অডিটরিয়ামে কর্মী সভা করে যতটা চাঙ্গা হয়েছিলেন নামের তালিকা জনসম্মুখে চলে আসায় ততটাই হতাশ হয়ে পরেছেন।আর হতাশ হবেনই বা না কেনও যেখানে বিএনপি মহাসচিব কমিটি অনুমোদনে স্পষ্ট শর্তারোপ করে কমিটি অনুমোদন দিয়েছেন এক মাসের জন্য সেখানে কমিটি অনুমোদন এর পর দৃশ্যমান কোনও সাংগঠনিক তৎপরতা দেখাতে তো পারেনই নাই উল্টো শর্তারোপিত কমিটির ২১ সদস্যের মধ্যে ১৩ জন বিভিন্ন সাংগঠনিক পদের নেতৃবৃন্দ কমিটি থেকে প্রকাশ্যে পদত্যাগ এর ঘোষণা দিয়েছেন।নামের তালিকা টি বিশ্লেষণ করে দেখা যায় ১০ জন সহসভাপতি পদত্যাগ,১জন সহসভাপতি বিদেশে অবস্থান এবং ১জন সহসভাপতি ও ১ জন সদস্য সরাসরি আওয়ালীগে যোগদান করেছেন।যারা আওয়ামীলীগে যোগদান করেছে তারা কিভাবে কমিটি তে জায়গা পেয়েছে কিসের ভিত্তি তে জায়গা পেয়েছে এটা নিয়েও জেলার রাজনীতিতে তীব্র অসন্তোষ লক্ষ্য করা যাচ্ছে।অনেকেই বলছে এই দুজনকে যারা কমিটি তে অন্তর্ভুক্ত করেছে তারা সরাসরি বিএনপি মহাসচিব কে প্রশ্নবিদ্ধ করতেই কমিটি তে যুক্ত করেছে।কারন এই দুই নেতা গত জাতীয় সংসদ নির্বাচনের পর থেকেই বিএনপি রাজনীতি তে নিষ্ক্রিয় ছিলো।আর একজন সহসভাপতি গত উপজেলা নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করে জামানত হারিয়েছেন এবং দল ভারী করার জন্যই তাকে কমিটিতে রাখা হয়েছে বলে জানা যায়।এদিকে আলোচিত এই কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং সর্বমোট ৩ জন সদস্যের ভেতরে দুইজন সদস্যও পদত্যাগ করায় ২১ সদস্য বিশিষ্ট কমিটি তে অবশিষ্ট নেতৃবৃন্দ রয়েছেন চার জন।মূলত এই চারজনই গত ২৮ এপ্রিল বান্দরবান এর সরকারদলীয় প্রভাবশালী নেতাদের যোগশাজসে সরকারী অডিটরিয়ামে বিতর্কিত কর্মী সভা করে স্পষ্টভাষী বিএনপি নেতা মীর নাছির কে ভুল তথ্য সরবরাহ করে বিতর্কিত করার জন্যই কর্মী সভায় নিয়ে এসেছিলেন।এতে যতই সফলতার ঢেকুর তুলে কর্মী সভা সফল হয়েছে বলে দাবী করা হউক না কেনও স্পষ্ট প্রতীয়মান হচ্ছে ২১ সদস্যের কমিটির ১৭ জন নেতাই ওই কর্মী সভায় অনুপস্থিত ছিলেন।অনুপস্থিত নেতাদের মধ্যে চারজন উপজেলা চেয়ারম্যানও রয়েছেন।কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান মীর নাছির উদ্দিন বান্দরবান জেলার মূল রাজনৈতিক বাস্তবতা কে উপলব্ধি না করে আবেগের বশবর্তী হয়ে সাতকানিয়া-লোহাগাড়া-দোহাজারীর বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে বান্দরবানের কর্মীসভায় উপস্থিত হয়ে বিএনপির বিশাল একটি অংশকে শুধু আহতই করেন নাই পাশাপাশি তিনি গত ১৮ এপ্রিল উনার নিজ বাসভবনে ৫ শতাধিক নেতাকর্মীদের সামনে যে ওয়াদা করেছিলেন তাঁরও বরখেলাপ করেছেন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
January 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!