সুয়ালকের ৮নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃজামাল হোসেনের বিরুদ্ধে অবৈধ ভাবে অন্যের জায়গা দখল করে ঘর নির্মানের অভিযোগ


প্রকাশের সময় :৪ জুন, ২০১৭ ১:৩০ : পূর্বাহ্ণ 540 Views

মোঃআলী,বান্দরবান জেলা প্রতিনিধি:-
বান্দরবান সদর উপজেলার ৪নং সুয়ালক ইউনিয়নের ভাগ্যকুল গয়ালমারা ৮নং ওয়ার্ড ইউনিয়ন পরিষদ সদস্য মোঃজামাল হোসেন (মেম্বার) এর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে অন্যায় ভাবে জবর দখল করে অন্যের মালিকানা জায়গায় তার লোকজন নিয়ে রাতা-রাতি বাড়ী তৈরী করে নিজের নামে জায়গা দখল করার অভিযোগ করেছে ঐ এলাকার স্থানীয় বাসিন্দা ও অবৈধ ভাবে দখল করা জায়গার প্রকৃত মালিক মোঃমাহাবুব আলম। মাহাবুব আলম অভিযোগে জানান,আমি একজন ছোট খাট সরকারী চাকুরী জীবি,আমি অনেক কষ্টে বান্দরবানের ৩১৫নং-রেনিক্ষ্যং মৌজার ৮৩নং-হোল্ডিং এর নামজারী মামলা নং ৩১২ (স)-২০১৬ মহোদয়ের ৩০/০৮/২০১৬ তারিখের আদেশ মতে মোহাম্মদ আলী,পিতা মৃত আহামদ মিঞা এর নামীয় ৩য় শ্রেনীর জমি হইতে আমি মাহাবুব আলম পিতা-তাজুল ইসলাম ৫একর ৩য় শ্রেনীর জায়গার ক্রয় সূত্রে মালিক হই। আমার ক্রয় কৃত জায়গায় মধ্যে এসে ৪নং সুয়ালক ইউনিয়নের ভাগ্যকুল গয়ালমারা ৮নং-ওয়ার্ড ইউনিয়ন পরিষদ সদস্য মোঃজামাল হোসেন (মেম্বার) ও তার বাহিনী দিয়ে ক্ষমতার অপব্যবহার করে অন্যায় ভাবে জবর দখল করে ঘর নির্মাণ করে,আমার জায়গায় ঘর নির্মাণ করে নিজের জায়গা দাবি করতে থাকে।সে ইতিপূর্বে আরো অনেকের জায়গা অবৈধ উপায়ে দখল করে দখল স্বত্ত হিসেবে বিক্রয় করেছে এই রকম নজির ও প্রমাণ রয়েছে; প্রশাসনের নিকট আমার আকুল আবেদন,অভিযুক্ত ব্যক্তি ৪নং সুয়ালক ইউনিয়ন পরিষদের ভাগ্যকুল গয়ালমারা ৮নং ওয়ার্ড ইউনিয়ন পরিষদ সদস্য মোঃজামাল হোসেন (মেম্বার) কে আইনের আওতায় এনে তার বিরুদ্ধে যথাযত ব্যবস্থা গ্রহণ না করা হলে সে আগামীতে এর চেয়ে আরো বড় ধরনের অপরাধ করতে থাকবে।অবৈধ জায়গা দখল ছাড়াও তদন্ত করলে তাঁর বিরুদ্ধে আরো বিভিন্ন রকম অভিযোগ পাওয়া যাবে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
January 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!