বান্দরবান হিলভিউ হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ৩য় বর্ষপূর্তি


প্রকাশের সময় :২১ অক্টোবর, ২০১৭ ১১:২০ : অপরাহ্ণ 915 Views

মোহাম্মদ আলী বান্দরবান জেলা প্রতিনিধিঃ-বান্দরবান হিলভিউ হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ৩য় বষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।২০ অক্টোবর শুক্রবার সকালে বান্দরবান স্থানীয় হোটেলের কন্ফারেন্স রুমে অনুষ্ঠানের আয়োজন করা হয়।বান্দরবান সুপার হিলভিউ (প্রাঃ) লিঃ ও হিলভিউ হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের চেয়াম্যান এ্যাডভোকেট আবুল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী,বিশেষ অতিথি হিসেবে উপস্থি ছিলেন বান্দরবান সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ,বান্দরবান সিভিল সার্জন ডাঃ অংশৈ প্রু মারমা,ডাঃ অং চা লু,বান্দরবান ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ ও বাশঁখালি ইউনিয়নের ভাইস চেয়ারম্যান মাওলানা বদরুল হক।এতে আরও উপস্থিত ছিলেন সংস্থার পরিচালক (অর্থ) অধ্যাপক গোলাম তাজ,পরিচালক (ব্যবসা) খোরশেদ আলম,পরিচালক নাজিম উদ্দীন,ব্যবস্থাপনা পরিচালক বদিউল আলম,সংস্থার ভাইস-চেয়ারম্যান মাওলানা আব্দুল আ্ওয়াল,অধ্যক্ষ রেজাউল করিম,অফিস পরিচালক আবুল বশর ছিদ্দিকীসহ সুপার হিলভিউ (প্রাঃ) লিমিটেড এর সকল সদস্যগণ উপস্থিত ছিলেন।৩য় বর্ষপূর্তি অনুষ্ঠানে বক্তারা বলেন,বান্দরবান হিলভিউ হাসপাতাল (প্রাঃ) লিমিটেড কে আধুনিক মানের সেবাগামী প্রতিষ্ঠান হিসেবে পরিণত করার প্রয়োজনে যা যা পদক্ষেপ নেওয়া প্রয়োজন তা সঠিক সময়ে নিয়ে নিতে হবে।বক্তারা আরো বলেন,বর্তমান সরকার মাতৃমৃত্যু ও শিশু মৃত্যুর হার কমানোর লক্ষ্যমাত্রা অর্জনে সবাইকে এগিয়ে আসতে হবে,সরকারী হাসপাতালের চেয়ে বেসরকারী হাসপাতালে সেবার মান বেশী।টাকার লোভে বিনা প্রয়োজনে কোন রোগীকে অপারেশন না করার জন্য তিনি পরামর্শ দেন। সকলের সম্মিলিত প্রচেষ্ঠার মাধ্যমে বেসরকারী হাসপাতাল গুলোর সেবার মান বাড়াতে হবে।বান্দরবান হিলভিউ হাসপাতালকে নিজস্ব অবকাঠামোর উপর দাড় করানোর পরামর্শ দেন।অনুষ্ঠানের প্রধান অতিথি মেয়র ইসলাম বেবী ও বিশেষ অতিথি আব্দুল কুদ্দুছ চেয়ারম্যান হিলভিউ হাসপাতালকে নিজস্ব অবকাঠামোর উপর দাড় করানোর কাজে সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। পরিশেষে সুপার হিলভিউ (প্রাঃ) লিঃ ও হিলভিউ হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের চেয়াম্যান ও অনুষ্ঠানে সভাপতি আলহাজ্ব এ্যাডভোকেট মুহাম্মদ আবুল কালাম উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন এবং হিলভিউ হাসপাতালকে নিজস্ব অবকাঠামোর উপর দাড় করানোর জন্য সকলের নিকট সার্বিক সহযোগিতা কামনা করন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
March 2025
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!