বান্দরবানে দারুল আরকাম ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকদের ৩ দিনব্যাপী রিফ্রেসার্স প্রশিক্ষণ সমাপ্ত


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :২৪ অক্টোবর, ২০২৪ ১১:৪০ : অপরাহ্ণ 49 Views

বান্দরবানে দারুল আরকাম ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকদের তিন দিনব্যাপী রিফ্রেসার্স প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে।বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকেলে ইসলামিক ফাউন্ডেশন বান্দরবানের আয়োজনে বান্দরবান সদর উপজেলা মডেল মসজিদের সভাকক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবীবা মীরা প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র হাতে তুলে দেন।ইসলামিক ফাউন্ডেশন বান্দরবানের উপ-পরিচালক মো.সেলিম উদ্দিনের সভাপতিত্বে ইসলামিক ফাউন্ডেশন বান্দরবানের এফ,এস মো.জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের পরিকল্পনা ও আইসিটি বিভাগের পরিচালক মো.বজলুর রশিদ।এসময় অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মামুনুর রহমান,সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.জাহাঙ্গীর আলম।
সমাপনী দিনে ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে এসময় বান্দরবানের বিভিন্ন দারুল আরকাম ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষক, ইসলামিক ফাউন্ডেশন বান্দরবানের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবীবা মীরা প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে বলেন, সরকার সকল ধর্মের উন্নয়ন ও সঠিক প্রচারে কাজ করছে আর সেই সাথে বিভিন্নভাবে মাদ্রাসার শিক্ষকদের নিয়মিত প্রশিক্ষণ দিয়ে শিক্ষকদের জ্ঞানের পরিধি আরো বৃদ্ধিতে কাজ করছে।এসময় তিনি প্রশিক্ষণ গ্রহণকারী সকল দারুল আরকাম ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকদের এই প্রশিক্ষণ তাদের ব্যক্তিগত জীবনে ও কর্মক্ষেত্রে সঠিকভাবে ব্যবহারের আহবান জানান।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
December 2024
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!