শিরোনাম: খেলাধূলার পাশাপাশি পড়াশোনার প্রতিও শিক্ষার্থীদের মনযোগী হতে হবেঃ ডিসি শামীম আরা রিনি বান্দরবানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত রাঙামাটি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর সভাপতি নির্বাচিত হলেন মামুনুর রশীদ বান্দরবানে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন অনুষ্ঠিত গণঅভ্যুত্থান পরবর্তী দেশ গড়ার চ্যালেঞ্জ মোকাবেলায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করুনঃ ডিসি শামীম আরা রিনি বান্দরবানের রুমায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের দুই সন্ত্রাসী আটক বান্দরবানে তারুণ্যের উৎসবঃ উদ্বোধনের অপেক্ষায় জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ রোয়াংছড়ি আর্মি ক্যাম্পের উদ্যোগে মাতৃদুগ্ধ পোষ্যকালীন মায়েদের সহায়তায় বিশেষ অনুষ্ঠান ও উপহার বিতরণ

বান্দরবানে যথাযথভাবে পালিত হলো ৫ম জাতীয় নিরাপদ খাদ্য দিবস


নিজস্ব সংবাদদাতা প্রকাশের সময় :২ ফেব্রুয়ারি, ২০২২ ৪:১৩ : অপরাহ্ণ 445 Views

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল একটি সুখী, সমৃদ্ধ,ক্ষুধামুক্ত ও দারিদ্রমুক্ত বাংলাদেশ
গড়ার।বঙ্গবন্ধুর এ স্বপ্ন বাস্তবায়নে প্রয়োজন সুস্থ, সবল,সৃজনশীল ও দক্ষ জনবল।জাতির জনকের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের ভিশন-২০২১,৭ম পঞ্চবার্ষিক পরিকল্পনা ও জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় (SDG-2030) সবার জন্য নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিতকরণের প্রতিশ্রুতি রয়েছে।বাংলাদেশ খাদ্যশস্য উৎপাদনে প্রায় স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে এবং সার্বিক খাদ্য নিরাপত্তা অর্জনের দ্বারপ্রান্তে।বাংলাদেশের বার্ষিক মাথাপিছু আয় ক্রমাগত বেড়ে চলেছে এবং ইতোমধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পদার্পণ করেছে।সেই সাথে জনগণের নিরাপদ খাদ্যপ্রাপ্তির প্রত্যাশাও বেড়েছে।এরই অংশ হিসেবে “সুস্বাস্থ্যের মূলনীতি,নিরাপদ খাদ্য ও স্বাস্থ্যবিধি ” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে বান্দরবানেও যথাযথভাবে ৫ম জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত হয়েছে।দিবসটি উপলক্ষে বুধবার (২ ফেব্রুয়ারি) সকালে বান্দরবানের জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বান্দরবান জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।করোনা পরিস্থিতি বিবেচনায় নিয়ে সামাজিক দুরত্ব নিশ্চিত করে সংক্ষিপ্ত আলোচনা সভায় বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজির পক্ষে সভাপতিত্ব করেন বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ সাইফুল ইসলাম।এসময় অতিরিক্ত পুলিশ সুপার কুদ্দুস ফরাজী,সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিমন সরকার,কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মো.রফিকুল ইসলাম,জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমধু চক্রবর্তীসহ বিভিন্ন সরকারি বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।আলোচনা সভার আলোচকরা বিশুদ্ধ ও স্বাস্থ্যসম্মত নিরাপদ খাদ্য নিশ্চিত করতে আহবান জানান।পাশাপাশি নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে পরিস্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করা,ব্যবসা প্রতিষ্ঠানকে কীট পতঙ্গ মুক্ত রাখা,খাদ্য উপকরণ ক্রয় বিক্রয় রশিদ সংরক্ষণসহ মেয়াদ উর্ত্তীর্ণ ভেজাল খাবার প্রতিষ্টানগুলোকে না রাখতে আহবান জানানো হয়।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
February 2025
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!