

প্রতিবন্ধীরা এখন আর দেশের বোঝা নয়,দেশের উন্নয়নে প্রতিবন্ধীরাও কাজ করছে বলে মন্তব্য করেছেন বান্দরবানের জেলা প্রশাসক জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।শুক্রবার (৩ ডিসেম্বর) সকালে ৩০তম আন্তর্জাতিক ও ২৩তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে জেলা প্রশাসন এবং জেলা সমাজ সেবা কার্যালয় কতৃক আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে জেলা প্রশাসক আরও বলেন,সরকার দেশের প্রতিটি মানুষের কল্যাণে কাজ করছে এবং প্রতিবন্ধীদের জীবনযাত্রার মান উন্নয়নে নিরলসভাবে বিভিন্ন সেবা কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।এসময় জেলা প্রশাসক,প্রতিবন্ধীদের অবহেলা না করে তাদের পাশে দাঁড়ানোর জন্য সবাইকে আহবানও জানান।জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.শেখ সাদেক,সমাজসেবা বিষয়ক কনভেনিং কমিটির আহ্বায়ক তিং তিং ম্যা।সভায় সভাপতিত্ব করেন সমাজ সেবার উপ-পরিচালক মিল্টন মূহুরী।এছাড়াও প্রতিবন্ধী কল্যাণ সংস্থা (প্রকস) এর নির্বাহী পরিচালক জর্জ ত্রিপুরাসহ বিভিন্ন অফিসের কর্মকর্তা ও প্রতিবন্ধী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এসময় উপস্থিত ছিলেন।পরে প্রতিবন্ধীদের মাঝে ৭টি স্মার্ট হোয়াইট ক্যান,৫টি হুইল চেয়ার ও ২৫টি কম্বল বিতরণ করা হয়।