সিএইচটি টাইমস ডটকম এর সাথে ই-কমার্স উদ্যোক্তা প্রতিষ্ঠান ট্যাক মাককির ভার্চুয়াল সমঝোতা চুক্তি সম্পন্ন


প্রেস বিজ্ঞপ্তি....... প্রকাশের সময় :২০ জুলাই, ২০২২ ১:২৭ : পূর্বাহ্ণ 289 Views

ই-কমার্স উদ্যোক্তা প্রতিষ্ঠান ট্যাক মাককির সাথে সিএইচটি টাইমস ডটকম এর নামে একটি ফ্যান পেজ বিক্রির চুক্তি সম্পন্ন হয়েছে।১৮ই জুলাই ভার্চুয়ালি এই চুক্তি টি সম্পন্ন হয়।পরে চুক্তির শর্তানুযায়ী ফ্যান পেইজটির সর্বমোট মূল্যের ৬০ শতাংশ সোনালী ব্যাংক এর বান্দরবান শাখা থেকে বিএফটিএন এর মাধ্যমে পরিশোধ করা হয়েছে।

দুই পক্ষের শর্তানুযায়ী ই-কমার্স প্রতিষ্ঠান ট্যাক মাককির সিইও এবং ফাউন্ডার এমডি ওমর মাককি ফেসবুক এর নিয়মানুযায়ী ৭ দিনের ভেতর “ফালসাস মাককি” নামে একটি আইডি কে সিএইচটি টাইমস ডটকম নামে রুপান্তর করে সিএইচটি টাইমস ডটকম কতৃপক্ষ কে ফেসবুক এর ফ্যান পেইজটির সবধরনের নিয়ন্ত্রণ বুঝিয়ে দিবেন।সিএইচটি টাইমস ডটকম এর প্রধান অফিস সমন্বয়কারী কাওসার ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিযয়টি নিশ্চিত করা হয়েছে।

উল্লেখ্য,ই কমার্স উদ্যোক্তা এমডি ওমর মাককি ট্যাক মাককি,মাককি মার্ট,মাককি নামক একটি অনলাইন প্রতিষ্ঠান এর প্রতিষ্ঠাতা।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
January 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!