সুষ্ঠু পর্যটক সেবা নিশ্চিতে বান্দরবান সেনা জোন এর মতবিনিময় সভা


নিউজ ডেস্ক প্রকাশের সময় :১৯ জুলাই, ২০২৩ ৫:১৪ : অপরাহ্ণ 569 Views

পর্যটন নগরী বান্দরবানে পর্যটন কেন্দ্রগুলোতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় পুনরায় পর্যটকদের সুষ্ঠু ভ্রমণ নিশ্চিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৯ জুলাই) বান্দরবান সেনা জোনের তত্ত্বাবধানে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সেনা জোন এর উপ-অধিনায়ক মেজর এ এস এম মাহমুদুল হাসান,পিএসসি।অনুষ্ঠানে সেনা জোনের অন্যান্য অফিসারবৃন্দ,পর্যটন সংশ্লিষ্ট সকল সমিতির ঊর্ধ্বতন ব্যক্তিবর্গসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় পর্যটকদের সুযোগ সুবিধা ও নিরাপত্তাজনিত সকল বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।আলোচনায় বান্দরবানের টুর গাইড সমিতি,হোটেল মালিক সমিতি,জিপ-কার মালিক সমিতি,বোট মালিক সমিতি,চাঁদের গাড়ি মালিক সমিতি সহ পর্যটন শিল্পে সংশ্লিষ্ট সকল সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং তাদের পক্ষে আগত প্রতিনিধিরা তাদের নিজস্ব অভিমত তুলে ধরেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বান্দরবান সেনা জোনের উপ-অধিনায়ক মেজর এ এস এম মাহমুদুল হাসান,পিএসসি বিভিন্ন সমস্যার সমাধান ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।তিনি বলেন,সেনাবাহিনী সূচনা লগ্ন থেকে অতি নিষ্ঠার সহিত পার্বত্য অঞ্চলে সন্ত্রাস দমনের পাশাপাশি পার্বত্য অঞ্চলের মানুষের জানমাল নিরাপত্তা,শান্তি প্রতিষ্ঠা ও নানাবিধ উন্নয়ন কল্পে অবদান রেখে চলেছে।সম্প্রতি বান্দরবানের পর্যটন গুলোতে সাময়িকভাবে আঞ্চলিক সন্ত্রাসী সংগঠন কুকি চিন আর্মির দ্বারা বিভিন্নভাবে ঝুঁকির সম্ভাবনা থাকলেও বর্তমানে সেনাবাহিনীর যৌথ অভিযানে সেই সংকট নিরসন হওয়ায় পর্যটকদের ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে।যার ফলে দূরদূরান্ত হতে আগত পর্যটকদের নিরাপত্তার মধ্য দিয়ে ভ্রমণ নিশ্চিত কল্পে সেনাবাহিনী নিরলস কাজ করে যাবে।

এসময় মেজর মাহমুদুল হাসান,পর্যটনশিল্পে সংশ্লিষ্ট সকল ব্যক্তিবর্গ কে পর্যটকদের যেন যথাযথ নিরাপত্তার মধ্য দিয়ে ভ্রমণ শেষ করতে পারে সে ব্যাপারে সজাগ থাকারও আহবান জানান।এছাড়াও যে কোন প্রতিকূল পরিস্থিতিতে সেনাবাহিনীকে অভিহিত করা এবং আস্থা রাখার জন্য বিশেষভাবে আহবান জানান।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
January 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!