বান্দরবান সেনা রিজিয়নের উদ্যোগে কোভিড ১৯ টিকাদান কার্যক্রম


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :৭ ফেব্রুয়ারি, ২০২১ ৯:৪৬ : অপরাহ্ণ 501 Views

বান্দরবানে করোনা ভাইরাস (কোভিড-১৯) এর প্রথম টিকা প্রদান অনুষ্ঠান এর শুভ উদ্বোধন করা হয়েছে।আজ রোববার দুপুরে বান্দরবান সেনানিবাসের ২৬ বীর এর প্রশিক্ষণ মাঠে বেলুন ও পায়রা উড়িয়ে কোভিড-১৯এর টিকা প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।এসময় উদ্বোধনী অনুষ্ঠানে ৬৯ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো.জিয়াউল হক,এনডিসি, এফডব্লিউসি,পিএসসি।

জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি,বান্দরবানের সিভিল সার্জন ডাঃ অংসুই প্রু মারমা,বান্দরবান সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একে এম জাহাঙ্গীর,বান্দরবান পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবীসহ সেনাবাহিনীর বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসময় বক্তব্য রাখতে রিজিয়ন কমান্ডার বলেন, বান্দরবান জেলায় ৯০২জন করোনায় আক্রান্ত হয়েছে।এরমধ্যে ৮২৮জন সুস্থ হয়েছেন ও ৪জন মৃত্যুবরন করেছেন।তিনি আরো বলেন, বান্দরবানের মানুষের সচেতনতার কারনে আক্রান্তের হারের তুলনায় মৃত্যুর হার কম ছিল।

টিকা প্রদান অনুষ্ঠান এর শুভ উদ্বোধন অনুষ্টানে প্রথম দিনে সেনাবাহিনীর ৫০ জনকে টিকা প্রদান করা হয়।প্রথম টিকা গ্রহণ করেন ক্যাপ্টেন শাকিল,এসময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ব্রিগেড কমান্ডার ও জেলা প্রশাসক।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
September 2024
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!