বান্দরবানের দূর্গম পাহাড়ি এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ ক‌রে‌ছে সেনাবাহিনী


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :২৮ মে, ২০২০ ৭:৩৬ : অপরাহ্ণ 466 Views

বান্দরবানের দূর্গম পাহাড়ি এলাকায় অসহায়, দু:স্থ ও কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ ক‌রে‌ছে সেনাবাহিনী।

বৃহষ্প‌তিবার (২৮মে) সকা‌লে সেবা প্রদা‌নের জন্য ২৪পদা‌তিক ডি‌ভিশ‌নের জিও‌সি ও চট্টগ্রা‌মের এ‌রিয়া কমান্ডার মেজর জেনা‌রেল এস এম ম‌তিউর রহমান ওএস‌পি, এএফডব্লিউসি, পিএস‌সি এর নি‌র্দে‌শে করোনা ভাইরাস (কোভিড-১৯) এর প্রাদূর্ভাবে লকডাউনে থাকা বান্দরবানের বি‌ভিন্ন পাড়ার ১১৫ জন পাহাড়ী অসহায় ও দু:স্থ প‌রিবা‌রের মা‌ঝে এ খাদ্য সামগ্রী বিতরণ ক‌রেন সেনা রিজিয়ন এর কর্মকর্তা মেজর মোহাম্মদ ইফতেখার হো‌সেন।

এ সময় বান্দরবান সেনা রিজিয়ন এর কর্মকর্তা লেঃ রেজওয়ানসহ অন্যান্য সেনাসদস্যরা উপ‌স্থিত ছিলেন।

সেনা কর্মকর্তা ব‌লেন, লকডাউনে থাকা পাহাড়ী জনগণের খাদ্যাভাব দূর করতে বান্দরবান সেনা রিজিয়ন নিয়মিত অসহায় ও দু:স্থ জনসাধারণের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করছে। ত্রাণ বিতরণ কার্যত্রুমের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য অঞ্চলে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রমও অব্যাহত রেখেছে। দূর্গম এলাকার অসহায় ও দু:স্থ পরিবারের সদস্যদের মাঝে স্বস্তি ফিরিয়ে আনতে বাংলাদেশ সেনাবাহিনী এ ধরণের কার্যক্রম অব্যহত রাখবে ব‌লেও জানান কর্মকর্তা।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
December 2024
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!