নিরাপত্তা ছাড়া উন্নয়ন টেকসই হয়নাঃ ব্রিগেডিয়ার জেনারেল মো.জিয়াউল হক


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :১৭ ফেব্রুয়ারি, ২০২২ ৯:৩২ : অপরাহ্ণ 520 Views

বান্দরবান ৬৯ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো.জিয়াউল হক (এনডিসি,এএফডব্লিউ,পিএসসি) বলেছেন,নিরাপত্তা ছাড়া উন্নয়ন টেকসই হয়না।পার্বত্য শান্তিচুক্তি বিরোধী কোনো অপশক্তিকে ছাড় দেয়া হবে না।পাহাড়ে কোন সন্ত্রাসী কার্যক্রম ও চাঁদাবাজি মেনে নেয়া হবেনা।প্রয়োজনে “জনগণকে রক্ষায় শত্রুর বুলেটের সামনে বুক পেতে দিবে সেনাবাহিনী”।বুধবার (১৬ ফেব্রুয়ারী) দুপুরে বাংলাদেশ সেনাবাহিনী আলীকদম জোনের প্রত্যয়ী তেইশ ইউনিটের ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন অনুষ্ঠানে এইসব কথা বলেন ব্রিগেডিয়ার জেনারেল মো.জিয়াউল হক (এনডিসি, এএফডব্লিউ,পিএসসি)।দুপুর ১টায় আলীকদম সেনা জোন কার্যালয়ে অনাড়ম্বর এক অনুষ্ঠান ও প্রীতিভোজের আয়োজন করা হয়।কোরআন তেলওয়াত এর মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।অনুষ্ঠানের প্রধান অতিথি বান্দরবান ৬৯ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো.জিয়াউল হক (এনডিসি, এএফডব্লিউ,পিএসসি) ১৮ পাউন্ড ওজনের কেক কেটে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।পরে লামা আলীকদমের সরকারি শীর্ষ কর্মকর্তা,বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর প্রধান, জনপ্রতিনিধি,রাজনৈতিক নেতৃবৃন্দ,সাংবাদিক,বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধি ও সুশীল সমাজের নেতৃবৃন্দরা প্রীতিভোজে অংশ নেয়।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৯৭ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাশরুর হোসাইন ভুঁইয়া,আলীকদম সেনা জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল মো.মনজুরুল হাসান (পিবিজিএম,পিএসসি),লামা উপজেলা ভাইস চেয়ারম্যান মো.জাহেদ উদ্দিন,লামা বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আরিফুল হক বেলাল সহ প্রমূখ।প্রীতিভোজ শেষে লামা আলীকদমের শীর্ষ কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ,জনপ্রতিনিধি,সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে এক মতবিনিময় ও চা-চক্রে মিলিত হন ব্রিগেডিয়ার জেনারেল মোঃজিয়াউল হক।
ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জিয়াউল হক বান্দরবানের রুমা উপজেলায় সন্ত্রাসী সাথে গোলাগুলিতে নিহত সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ হাবিবুর রহমান এর মৃত্যুতে শোক প্রকাশ করেন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
January 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!