দুর্গাপূজা উপলক্ষে উপহার হিসেবে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে আর্থিক অনুদান ও উপহার সামগ্রী বিতরণ করলো বান্দরবান সেনা রিজিয়ন।মঙ্গলবার (১৭ অক্টোবর) বান্দরবান সেনা রিজিয়ন কর্তৃক বান্দরবান সেনানিবাসের ৫ ইবি বাস্কেট বল মাঠে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে আর্থিক অনুদান ও উপহার সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ,এসজিপি,এনডিসি,এএফডব্লিউসি,পিএসসি,পিএইচডি।এসময় বান্দরবান জোনের জোন কমান্ডার লে: কর্ণেল মাহামুদুল হাসান পিএসসি,৬৯ পদাতিক ব্রিগেডের জিএসও-২ (ইন্ড) মেজর মো.শায়েখ উজ জামান,জিএসও-৩ (ইন্ড) ক্যাপ্টেন আব্দুল মান্নানসহ সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা।
এসময় সনাতন ধর্মাবলম্বী ১২০ জনের মাঝে আর্থিক অনুদান হিসেবে ১০০০ টাকা করে সর্বমোট ১,২০,০০০টাকা ও উপহার সামগ্রী বিতরণ করা হয়।একই সময় সনাতনী ধর্মাবলম্বী নারী ও পুরুষের হাতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে চাউল, তেল,ময়দা,লবন,সেমাই,বাতাসা,পাটালি গুড়সহ ১৮ ধরণের সামগ্রী নিয়ে তৈরিকৃত একটি বিশেষ উপহার বক্স প্রত্যেকের হাতে তুলে দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে বান্দরবান এর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ বলেন, রিজিয়ন কর্তৃক ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।সেনাবাহিনী অতীতের মতো ভবিষ্যতেও বান্দরবান জেলার শান্তি ও সম্প্রতি বজায় রাখার স্বার্থে কাজ করে যাবে।