চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার করলো বান্দরবান সেনা জোন


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :১৪ অক্টোবর, ২০২৪ ১১:২২ : অপরাহ্ণ 84 Views

সোমবার (১৪ অক্টোবর) দিনগত রাত ১টা থেকে ৩টার মধ্যে জোন সদর থেকে ৫০০ মিঃ উত্তরে বান্দরবান সদরস্থ রোয়াংছড়ি বাসস্ট্যান্ড এলাকাস্থ ভাড়া বাসা থেকে অজ্ঞাত চোর চক্র গেইটের তালা ভেঙে বান্দরবানে কর্মরত কর্পোরাল মো.সজিব (৩২) সেনা সদস্যের একটি মোটরসাইকেল চুরি করে নিয়ে যায়।

পরবর্তীতে উক্ত চোর চক্র দুটি মোবাইল নাম্বার থেকে কল দিয়ে মোটরসাইকেল মালিকের কাছ থেকে নগদ বিশ হাজার টাকা দাবী করে।টাকা দিলে তারা মোটরসাইকেল ফেরত দিবে বলে জানা যায়।মোটর সাইকেল এর মডেল নং-ইয়ামাহা এফ ঝেড়-গোপালগঞ্জ ল-১১৭৪৪২।

একইদিন ১টা নাগাদ ৫ ইবি জোনের রেইচা আর্মি ক্যাম্প হতে ২ কিঃ মিঃ পশ্চিমে রেইচা চাকমা পাড়া এলাকায় জঙ্গলের নির্জন রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় একটি মোটরসাইকেল পড়ে রয়েছে মর্মে এলাকাবাসী মাধ্যমে খবর পাওয়া যায়।খবর পেয়ে দুপুর ০২টা নাগাদ বান্দরবান জোনের আওতাধীন ডুলুপাড়া ক্যাম্প এর লেঃ মোস্তফা শাহরিয়ার (৫ ইবি) এর নেতৃত্বে একটি টহল দল ঘটনাস্থলে গমন করে মোটর সাইকেলটি উদ্ধার করে বিকেল ৩টায় ঘটিকায় বান্দরবান সেনানিবাসে নিয়ে আসে।

এদিকে গত কয়েকদিন ধরে জেলা শহর থেকে কয়েকটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে।এতে স্থানীয় জনসাধারন উদ্বেগ জানিয়েছে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
December 2024
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!