শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকীতে সেচ্ছাসেবক লীগের আলোচনা সভা


ডেস্ক রিপোর্ট প্রকাশের সময় :৫ আগস্ট, ২০২৩ ১১:৪৬ : অপরাহ্ণ 295 Views

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্ম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৫ আগস্ট) বান্দরবান জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলা সেচ্ছাসেবক লীগের আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।জেলা সেচ্ছাসেবক লীগ এর সভাপতি মংওয়াই চিং এর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব আব্দুর রহিম চৌধুরী।

জেলা কৃষকলীগ সভাপতি চৌধুরী পাপন বড়ুয়া,জেলা শ্রমিকলীগ সাধারন সম্পাদক মো.রফিকুল ইসলাম,যুব মহিলা লীগ সাধারন সম্পাদক নার্গিস সোলতানাসহ সেচ্ছাসেবক লীগের জেলা,সদর উপজেলা,পৌরসভাসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ ও নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন বান্দরবান জেলা সেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক ফারুক আহমেদ ফাহিম।

আলোচনা সভায় বক্তারা বলেন, ‘বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের জীবনী নিয়ে গবেষণা হওয়া প্রয়োজন।জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত বড় মানুষ ছিলেন,কত বড় একজন নেতা ছিলেন সেটা আমরা সবাই জানি।চালচলন ও পোশাক-পরিচ্ছদে শেখ কামাল ছিলেন অতি সাধারণ।বিনয় ছিল তার চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য”।পড়াশোনার বাইরেও সাংস্কৃতিক ও ক্রীড়া জগতে শেখ কামালের ছিল ব্যাপক আধিপত্য।তিনি বড় মাপের একজন আলোকিত মানুষ ছিলেন।আলোকিত পারিবারের শিক্ষা তাকে আলোকিত করেছে।তিনি ছিলেন দেশের ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র।তিনি বেঁচে থাকলে দেশের ক্রীড়াকে অনন্য উচ্চতায় নিয়ে যেতেন।যেটি এখন করছেন বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আলোচনা সভা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের স্মরণে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং তাদের মাগফেরাত কামনা করা হয়।এছাড়াও তাদের স্মরনে ১ মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করে উপস্থিত নেতৃবৃন্দ।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
January 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!