বিএনপি মহাসচিব এর মায়ের মৃত্যুতে কাজী নিরুতাজ বেগম এর শোক প্রকাশ 


প্রকাশের সময় :১২ এপ্রিল, ২০১৮ ৮:৪৮ : অপরাহ্ণ 599 Views

বান্দরবান অফিসঃ-সাবেক মন্ত্রী ও দেশের বিশিষ্ট রাজনীতিবিদ মরহুম মির্জা রুহুল আমিন এর সহধর্মীনি এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর মাতা ফাতেমা আমিন বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। ফাতেমা আমিন এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বান্দরবান জেলা মহিলাদল আহবায়ক কাজী নিরুতাজ বেগম। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটায় সিএইচটি টাইমস ডটকমকে পাঠানো এক শোকবার্তায় তিনি বলেন, “ফাতেমা আমিন এর মৃত্যুতে তাঁর পরিবার-পরিজনদের মতো আমিও গভীরভাবে শোকাহত ও মর্মাহত হয়েছি।একজন আদর্শস্থানীয় মাতা হিসেবে তিনি মেধা ও শ্রম দিয়ে তাঁর সকল সন্তানদের সুশিক্ষিত ও সুসন্তান হিসেবে গড়ে তুলেছিলেন। ধর্মপ্রাণ নারী হিসেবেও তিনি সকলের নিকট ছিলেন অত্যন্ত শ্রদ্ধেয়।একজন রাজনীতিবিদের স্ত্রী এবং রাজনীতিবিদ সন্তানের মা হিসেবে তাঁর কর্তব্য ও ভূমিকা স্থানীয় জনসাধারণ ও পরিচিতজনদেরকে অভিভুত করতো।পরিবারের হাল ধরার পাশাপাশি তিনি সমাজসেবার নানা কাজে নিজেকে নিয়োজিত রেখেছিলেন।দুঃখী ও অসহায় মানুষকে সাহায্য করতেও তিনি ছিলেন উদারহস্ত।মাতা হিসেবে তিনি যে দৃষ্টান্ত রেখে গেছেন সেটি তাঁর সন্তানদেরকে চিরদিন অনুপ্রাণিত করবে।মহান রাব্বুল আলামীন এর দরবারে দোয়া করি মরহুমার শোকাহত পরিবারবর্গ যেন এই মৃত্যুশোক সইবার ক্ষমতা লাভ করেন।আমি মরহুমা ফাতেমা আমিন এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ,আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।”

 

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
December 2024
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!