![](https://www.chttimes.com/wp-content/uploads/2020/03/received_2536185919974359.jpeg)
![](https://www.chttimes.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
বান্দরবান জেলা ছাত্রলীগের নির্দেশে বান্দরবান তারুণ্যের উচ্ছ্বাস নামে একটি সংগঠনের পক্ষ থেকে সাবান ও স্যানিটাইজার বিতরণ হয়।বান্দরবান শহরের কাঁচা বাজার,মাছ বাজার ও মুরগি বাজারসহ গুরুত্বপূর্ণ স্হানে
সাবান ও স্যানিটাইজার বিতরণ করেন।এসময় উপস্থিত ছিলেন দৈনিক একুশের সংবাদ বান্দরবান সদরের প্রতিনিধি সাংবাদিক মোঃ সোহেল রানা,দৈনিক আলোর দিগন্ত রোয়াংছড়ি উপজেলার প্রতিনিধি মোঃ রহিম, বান্দরবান জেলা ছাত্রলীগের সদস্য জুনায়েদ হাছান, ৮নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি পরেশ পাল, ছাত্রলীগ নেতা জাহেদুল ইসলাম আসিফ,তারুণ্যের উচ্ছ্বাসের সভাপতি আবু বক্কর ছিদ্দিকি, সদস্য পারভেজ, আদানান,ওবায়দুল্লাহ রিয়াদ, আতিক শাহরিয়া, শফিক ও রাকিবসহ অরো অনেকেই।
এসময় তারা ২০০টি সাবান,২০০টি স্যানিটাইজার বিতরণ করেন।জেলা ছাত্রলীগ নেতা জুনাইদ হাসান বলেন, বান্দরবানের জনগণকে সচেতন করার জন্য এবং করোনা ভাইরাস থেকে মুক্তি পাওয়ার জন্য উদ্যোগ নেয়া হয়।