শিরোনাম: খেলাধূলার পাশাপাশি পড়াশোনার প্রতিও শিক্ষার্থীদের মনযোগী হতে হবেঃ ডিসি শামীম আরা রিনি বান্দরবানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত রাঙামাটি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর সভাপতি নির্বাচিত হলেন মামুনুর রশীদ বান্দরবানে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন অনুষ্ঠিত গণঅভ্যুত্থান পরবর্তী দেশ গড়ার চ্যালেঞ্জ মোকাবেলায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করুনঃ ডিসি শামীম আরা রিনি বান্দরবানের রুমায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের দুই সন্ত্রাসী আটক বান্দরবানে তারুণ্যের উৎসবঃ উদ্বোধনের অপেক্ষায় জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ রোয়াংছড়ি আর্মি ক্যাম্পের উদ্যোগে মাতৃদুগ্ধ পোষ্যকালীন মায়েদের সহায়তায় বিশেষ অনুষ্ঠান ও উপহার বিতরণ

ছাত্রলীগ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আজিজনগর ছাত্রলীগের বর্নাঢ্য আয়োজন


প্রকাশের সময় :৪ জানুয়ারি, ২০১৮ ২:৪২ : পূর্বাহ্ণ 1800 Views

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-গৌরব,ঐতিহ্য,সংগ্রাম ও সাফল্যের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পা-দিলো বাংলাদেশ ছাত্রলীগ।বাংলা ভাষা ও বাঙ্গালীর স্বাধীকার অর্জনের লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনায় ১৯৪৮ সালের ৪ জানুয়ারি বাংলাদেশ ছাত্রলীগের জন্ম হয়।প্রতিষ্ঠার পর থেকে দেশ ও জনগণের স্বার্থরক্ষার্তে দেশের প্রতিটি আন্দোলন সংগ্রামে সংগঠনটির রয়েছে গৌরবোজ্জ্বল ইতিহাস।উপমহাদেশের সবচেয়ে প্রাচীন ও সর্ববৃহৎ ঐতিহ্যবাহী এই ছাত্রসংগঠনের রয়েছে গৌরব,ঐতিহ্য,সংগ্রাম ও সাফল্যের অনবদ্য এক ইতিহাস।যে সংগঠনের রয়েছে কোটির কাছাকাছি নেতাকর্মী ও সমর্থক।ঐতিহাসিক কারনে ছাত্রলীগ কে দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ ছাত্রসংগঠন হিসেবেও দাবী করা হয়।প্রতি বছরের ন্যায় এই বছরও সারাদেশে ছাত্রলীগ নেতাকর্মীরা বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করার ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।দেশের অন্যান্য জেলার মতো বাংলাদেশ এর সর্বশেষ জেলা বান্দরবানের শিল্পনগরী আজিজনগর ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগেও গ্রহণ করা হয়েছে বর্নাঢ্য নানা আয়োজন।আগামী ১০ জানুয়ারি আজিজনগর ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ছাত্রলীগ নেতৃবৃন্দরা হাতে নিয়েছে বিস্তারিত কর্মসূচী।আজিজনগরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চাম্বি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সকাল সাড়ে ছয়টায় জাতীয় পতাকা ও ছাত্রলীগের নিজস্ব দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক কার্যক্রমের শুভসূচনা ঘটানো হবে।আলোচ্য কর্মসূচি তে ক্রমান্বয়ে সকাল সাড়ে দশটায় রয়েছে ক্রীড়া প্রতিযোগিতা,সন্ধ্যা ছয়টায় রয়েছে আলোচনা সভা,রাত সাতটায় রয়েছে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কেক কাটা ও নেতাকর্মী এবং সমর্থকদের মাঝে মিষ্টি বিতরণ।সর্বশেষ রাত আটটায় রয়েছে জমকালো মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।চট্টগ্রাম থেকে আগত জনপ্রিয় সঙ্গীত শিল্পীরা এতে গান পরিবেশন করবেন বলে জানা গেছে।প্রতিষ্ঠা বার্ষিকীর মুল প্রতিপাদ্য করা হয়েছে, “বীর বাহাদুর মানে সবুজে সম্প্রীতি,বীর বাহাদুর মানে শিক্ষা দীক্ষায় পাহাড়ের উন্নতি”।৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করবেন বান্দরবান জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জনি সুশীল।আজিজনগর ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক ও বান্দরবান জেলা ছাত্রলীগের প্রিয়মুখ নুরুল আলম রাজার সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয় এর প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপির ব্যাক্তিগত সহকারী ইয়াছিন করিম।লামা উপজেলা ছাত্রলীগের সভাপতি বাবু মংক্যাহ্লা মার্মা আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন।এছাড়াও আজিনগর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শামীমুল ইসলাম বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন।বিশেষ অতিথি হিসেবে আজিজনগর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃউল্লাহ আজম খান সহ স্থানীয় ইউনিয়ন আওয়ামীলীগ এর শীর্ষস্থানীয় নেতৃবৃন্দরা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে আয়োজক সুত্রে জানা যায়।এসময় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের প্রধান সমন্বয়কারী,আলোচনা সভার সভাপতি ও আজিনগর ইউনিয়ন ছাত্রলীগের এর আহবায়ক নুরুল আলম রাজা ছাত্রলীগ এর সকল নেতাকর্মীকে ১০ জানুয়ারির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন কর্মসূচী সফল করতে একযোগে সকলকে কাজ করার আহবান জানিয়েছেন।এসময় তিনি নেতাকর্মীদের সহায়তার পাশাপশি বিভিন্ন ইলেক্ট্রনিক মিডিয়া,প্রিন্ট ও অনলাইন মিডিয়া সংশ্লিষ্ট সংবাদ কর্মীদের অনুষ্ঠানে উপস্থিত হতে বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন।পাশাপশি অনুষ্ঠানের জৌলুস বৃদ্ধিতে ইউনিয়ন ছাত্রলীগ সবরকমের সুন্দর সুশৃঙ্খল ব্যাবস্থা গ্রহন করবে বলে তিনি আশাবাদ ব্যাক্ত করেছেন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
February 2025
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!