লোকজ মেলা ও পিঠা উৎসবে নজর কেড়েছে ইং হাং


ডেস্ক রিপোর্ট প্রকাশের সময় :১ জানুয়ারি, ২০২৩ ৩:২৯ : পূর্বাহ্ণ 762 Views

বছরের শেষ দুই দিন বান্দরবান জেলা প্রশাসন এর আয়োজনে হয়ে গেলো লোকজ মেলা,সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পিঠা উৎসব।শুক্রবার (৩০ ডিসেম্বর) মেলার উদ্বোধন করেন পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রনালয় এর মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।

উদ্বোধন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি লোকজ মেলা আয়োজন এর লক্ষ্য ও উদ্দেশ্যের বিষয়টি তুলে ধরেন।উদ্বোধন পর্বে মেলায় অংশগ্রহণ করা বিভিন্ন স্টল পরিদর্শন করেন অতিথিরা।মেলায় নজর কেড়েছে ইং হাং নামক একটি খাবারের স্টল।স্টলটি পরিদর্শনকালে ইং হাং (ঘরের খাবার) স্লোগান সম্বলিত এই প্রতিষ্ঠানে আগত সকল অতিথিকে উত্তোরীয় পরিয়ে বরণ ও স্বাগত জানানো হয়।পরে স্টলে শুভ উদ্বোধন লেখা সম্বলিত একটি কেক কাটা হয়।মন্ত্রী বীর বাহাদুর,জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি স্টলটির সত্বাধিকারী ও নারী উদ্যোক্তা রওশন নিশমা কে নিয়ে কেক কাটেন।এই স্টলে বাহারি ও হরেক রকমের পিঠা-পুলির প্রদর্শন লক্ষ্য করা গেছে।পরিবেশনটাও ছিলো বেশ গুছানো এবং পরিচ্ছন্ন।

দুইদিনের মেলায় ১৩ টি স্টলে বান্দরবান এর স্থানীয় উদ্যেক্তারা অংশগ্রহণ করে।তবে নির্ভরযোগ্য সুত্রে জানা যায়,দুই দিনের এই মেলায় সর্বোচ্চ বেচাকেনা করেছে ব্রান্ডিং বান্দরবান নামক একটি স্টল।উল্লেখ্য,২৫ ডিসেম্বর থেকে হাজারো পর্যটকের ভীড়ে বান্দরবান এর পর্যটন কেন্দ্র গুলো মুখরিত।ঠিক তেমন একটা সময়ে পর্যটকরা যাতে পার্বত্য জেলা বান্দরবান এর কৃষ্টি,সংস্কৃতি,ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে সহজে জানতে পারে তেমন একটা উদ্দেশ্যকে সামনে রেখেই জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি এর নির্দেশে বান্দরবান জেলা প্রশাসন লোকজ মেলা ও পিঠা উৎসব এর আয়োজন করে।

বান্দরবান এর বিকশিত পর্যটন কে এগিয়ে নিতে এমন আয়োজন কে প্রশংসনীয় সিদ্ধান্ত বলে উল্লেখ করেন উদ্বোধন অনুষ্ঠানের আলোচনা সভায় উপস্থিত সকল অতিথিরা।বিপুল পরিমাণ পর্যটক এবং স্থানীয় দর্শনার্থীদের পদচারণায় মুখরিত ছিলো বান্দরবান জেলা প্রশাসক কার্যালয় চত্বর।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
January 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!