থানচি উপজেলায় পর্যটক ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :৭ ডিসেম্বর, ২০২২ ৪:৪৬ : অপরাহ্ণ 313 Views

বান্দরবানের থানচি উপজেলায় পর্যটকদের ভ্রমণের ওপর প্রশাসনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।তবে রুমা ও রোয়াংছড়ি উপজেলা ভ্রমণে নিষেধাজ্ঞার সময়সীমা ১১ ডিসেম্বর পর্যন্ত বহাল থাকবে।বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

প্রশাসন সূত্রে জানা যায়,রুমা ও রোয়াংছড়ি উপজেলার সীমান্তবর্তী পাহাড়ি এলাকাগুলোতে যৌথ বাহিনীর জঙ্গি ও সন্ত্রাসবিরোধী অভিযান চলছে,এজন্য পর্যটকদের সার্বিক নিরাপত্তা বিবেচনায় স্থানীয় ও বিদেশি পর্যটকদের ভ্রমণে সাময়িক নিষেধাজ্ঞা দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে।

সর্বশেষ ১ ডিসেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত রোয়াংছড়ি,রুমা এবং থানচি উপজেলায় পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞার সময় বাড়িয়ে গণবিজ্ঞপ্তি জারি করে জেলা প্রশাসন।তবে ৬ ডিসেম্বর (মঙ্গলবার) বিকেলে পুনরায় গণবিজ্ঞপ্তি জারি করে থানচি উপজেলাকে বাদ দিয়ে শুধুমাত্র রুমা ও রোয়াংছড়ি উপজেলায় পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞার সময়সীমা ১১ ডিসেম্বর পর্যন্ত বহাল রাখার কথা জানায় বান্দরবান জেলা প্রশাসন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
January 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!