পুস্পাঞ্জলির মধ্য দিয়ে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের শারদীয়া দুর্গোৎসব। মঙ্গলবার (২৪ অক্টোবর) সকাল ৯টায় বান্দরবান কেন্দ্রীয় দুর্গা মন্দিরে বিজয়া দশমীর পুষ্পাঞ্জলি গ্রহণের জন্য ভীড় জমায় অসংখ্য ভক্ত। এসময় পুষ্পাঞ্জলি প্রদান করেন বান্দরবান কেন্দ্রীয় মন্দিরের পুরোহিত রাহুল চক্রবর্তী।পুষ্পাঞ্জলি প্রদান অনুষ্ঠানে বান্দরবান কেন্দ্রীয় দুর্গাপূজা উদযাপন পরিষদের সভাপতি তাপস কান্তি দাশ, সাধারণ সম্পাদক অলক ধরসহ বান্দরবানের সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।
পুষ্পাঞ্জলি শেষে সনাতন ধর্মালম্বী নারীরা একে অপরের মুখে সিদুর ও তেল দিয়ে দেবীর বির্সজনের বার্তা জানায়, মন্ডপে মন্ডপে চলে ঢাক-ঢোল প্রতিযোগিতা। ধুপ আর মোমাবাতির আলোয় আলোকিত হয়ে ওঠে পুরো পূজামন্ডপ।এদিকে প্রশাসনের সহযোগিতায় সুন্দরভাবে পূজা উদযাপন করতে পারায় কৃতজ্ঞতা প্রকাশ করেছে সংশ্লিষ্টরা।বান্দরবান জেলার ৭টি উপজেলার ৩২টি পূজামন্ডপে এবার শারদীয়া দুর্গোপুজো হয়েছে আর দশমীতে কোন আনুষ্ঠানিকতা না রেখে প্রতিমা বির্সজন হচ্ছে ধর্মীয় রীতি নীতি মেনেই।