চিকিৎসকের সাহায্য ছাড়াই রেটিনার ছবি দেখে চোখের সমস্যা নির্ণয়ের প্রযুক্তি


প্রকাশের সময় :১৫ এপ্রিল, ২০১৮ ১১:৪১ : অপরাহ্ণ 875 Views

প্রযুক্তি ডেস্কঃ-সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক সফটওয়্যার বা যন্ত্রের বাণিজ্যিকভাবে ব্যবহার ও প্রচারের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের ফুডস অ্যান্ড ড্রাগস অ্যাডমিনিস্ট্র্যাশন (এফডিএ)।সফটওয়্যারটির মাধ্যমে চিকিৎসকের সাহায্য ছাড়াই রেটিনার ছবি দেখে চোখে কোন সমস্যা আছে কিনা তা সনাক্ত করা যাবে।এখন কোন চিকিৎসকের পরামর্শ ছাড়াই শুধু চোখের ছবি দিয়ে নির্ণয় করা যাবে চোখে কোন রোগ আছে কিনা।হ্যাঁ, একটু অবিশ্বাস্য মনে হলেও ব্যাপারটা সত্যি। যুক্তরাষ্ট্রের ফুডস অ্যান্ড ড্রাগস অ্যাডমিনিস্ট্র্যাশন (এফডিএ) সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন একটি ডায়াগোনেস্টিক ডিভাইস বা যন্ত্রের বাণিজ্যিকভাবে ব্যবহারের অনুমোদন দিয়েছে।আইডিএক্স-ডিআর নামক সফটওয়্যার প্রোগ্রামটি রেটিনার ছবি দেখে চোখের রোগ সনাক্ত করতে পারবে।আইডিএক্স-ডিআর নামক যন্ত্রটি আসলে সফটওয়্যার প্রোগ্রাম যা একটি কৃত্রিম বুদ্ধিমত্তা অ্যালগরিদম ব্যবহার করে টপকন এনডব্লিউ ৪০০ মডেলের রেটিনাল ক্যামেরা নিয়ে নেওয়া চোখের চিত্রগুলি বিশ্লেষণ করে।সফটওয়্যারটির অন্যতম বৈশিষ্ট্য এই যে এটি চিকিৎসক বা নার্সের কোন প্রকার সাহায্য ছাড়াই রেটিনার ছবি দেখে চোখে কোন সমস্যা আছে কিনা তা সনাক্ত করতে পারবে আর সাথে রোগের সমাধান দিতে পারবে।মাইকেল আব্রামফ,আইডিএক্স-ডিআর এর নির্মাতা,আরও জানান আইডিএক্স-ডিআর এর সব ধরণের ক্লিনিক্যাল সিদ্ধান্ত একাই নিতে পারে।  কোন চিকিৎসক আইডিএক্স-ডিআর ইন্সটল্ড কোন ক্লাউড সার্ভারে রোগীর রেটিনার ভাল রেজুলেশনের ছবি আপলোড করতে হবে।এরপর ছবিটি যদি ভাল মানের হয় তাহলে এটি দুইটার মধ্যে যে কোন একটা ফলাফল দেখাবে।যদি একটি ইতিবাচক ফলাফল সনাক্ত করা হয়,তবে তাড়াতাড়ি সম্ভাব্য চিকিত্সার জন্য রোগীদের চোখের চিকিত্সককে দেখাতে হবে।এফডিএ বাণিজ্যিক ভাবে এই যন্ত্রের ব্যবহার শুরু করার আগে ১০ টি প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রে প্রায় ৯০০ জন ডায়াবেটিসে আক্রান্ত রোগীর রেটিনাল ছবি পর্যালোচনা করে।আইডিএক্স-ডিআর ৮৭% সময়ে রেটিনার সমস্যা সনাক্ত করতে পারে এবং ৯০% সময়ে চোখের কোন সমস্যা নেই এই বিষয়টা সনাক্ত করতে পারে।অন্যদিকে যেসব রোগীদের চোখে লেজার করা আছে,সার্জারি বা চোখের ইনজেকশন নেয়ার পূর্ব অভিজ্ঞতা ঝাপসা দৃষ্টি আছে তাদের ডায়াবেটিক রেটিনোপ্যাথির সনাক্ত করার জন্য আইডিএক্স-ডিআর এ পরীক্ষা করা উচিত নয়।গর্ভবতী নারী যারা ডায়াবেটিস আছে তাদের রেটিনোপ্যাথি পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রে আইডিএক্স-ডিআর ব্যবহার করা উচিত নয়- গর্ভাবস্থায় রেটিনোপ্যাথি খুব দ্রুত পরিবর্তিত হয় যা এই যন্ত্র দিনে নির্ণয় করা সম্ভব হবে না।কেননা, আইডিএক্স-ডিআর শুধুমাত্র ম্যাকুলার ইডিমা, ডায়াবেটিক রেটিনোপ্যাথি ইত্যাদি সনাক্ত করতে ডিজাইন করা হয়;এটি অন্য কোন রোগ বা অবস্থা সনাক্ত করতে ব্যবহার করা উচিত হবে না বলে জানায় এফডিএ।আইডিএক্স-ডিআর যে অ্যালগোরিদমে বানানো হচ্ছে ভবিষ্যতে এরকম জিনিসের চাহিদা এবং ব্যবহারিতা বলে মনে করেন যন্ত্রপ্রাণ প্রকৌশলীরা।গুগল ও চোখের রোগ নির্ণয়ের জন্য ডিপ মাইন্ড কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন যন্ত্র নিয়ে গবেষণা চালাচ্ছে।কৃত্রিম চিন্তাশক্তি সম্পন্ন এই যন্ত্রগুলোর ফলাফল মানুষের থেকে সঠিক এবং ভবিষ্যতের চিকিৎসা ব্যবস্থায় এইধরনের ডিভাইস যুগান্তকারী পরিবর্তন আনতে চলেছে তাতে কোন সন্দেহ নেই।কিন্তু সবকিছুর পরও যেহেতু কোন চিকিৎসকের কোন ভূমিকাই থাকবে না যদি কখনো রোগ ঠিকভাবে নির্ণীত না হয় তখন কিভাবে পরিস্থিতি নিয়ন্ত্রিত হবে সেটাই আসলে বড় একটা চ্যালেঞ্জের বিষয় হবে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
December 2024
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!