![](https://www.chttimes.com/wp-content/uploads/2018/01/received_1983597961863135.jpeg)
![](https://www.chttimes.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
মোঃজিহানুর রহমান চৌধুরী,(স্টাফ রিপোর্টার) চট্টগ্রামঃ-গতকাল ৫ জানুয়ারী বিকাল ৩টায় সাতকানিয়া উপজেলায় দেওদীঘি’র পশ্চিম পাশে রেডিয়েশন গ্রামার স্কুলে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্টান,মা সমাবেশ ও পুরস্কার বিতরণ অনুষ্টিত হয়েছে।অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম ১৫-সাতকানিয়া লোহাগাড়ার সাংসদ,বিশ্ববরেণ্য আলেমেদ্বীন ও গবেষক প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভী এমপি এবং প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য ও সাতকানিয়া-লোহাগাড়া’র বিশিষ্ট নারী নেত্রী মিসেস রিজিয়া রেজা চৌধুরী।দেওদীঘি সরকারি প্রাথমিক বিদ্যালয় এর সভাপতি জনাব নরুল আলম সওদাগর এর সভাপতিত্বে অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ জনাব রফিকুল হোসেন,সাতকানিয়া সদর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মোহাম্মদ নেজাম,এওচিয়া ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান নজরুল ইসলাম মানিক,এডভোকেট মনছুর আলী,মোহাম্মদ জাকেরিয়া,সাংসদের একান্ত সহকারী সচিব এস. এম শাহাদাত হোসেন,দেলোয়ার হোসেন বেলাল,দিদারুল আলম সিপন,ওয়াহিদুল ইসলাম মানিক সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।প্রধান অতিথির বক্তৃতায় বলেন মানুষের মত মানুষ হতে হলে প্রকৃত শিক্ষা প্রয়োজন,আমাদের নেপোলিয়নের মত মানুষ হতে হবে।নৈতিকতার শিক্ষা নিতে হবে।গুণীজনদের সম্মান যারা দেয় না,সে দেশে গুণীজনের জন্ম হয়না।মানুষের মধ্য লুকায়িত প্রতিভা রয়েছে।সে প্রতিভাকে জাগ্রত করতে হবে।উন্নত আধুনিক শহর গড়তে হলে উন্নত শিক্ষা ব্যবস্থা দরকার।কৃষি ও মৎস্য নির্ভর চলনবিলের সন্তানেরা,প্রযুক্তির শিক্ষায় শিক্ষিত হয়ে বিশ্বজয় করবে।