উন্নয়নের সফল কান্ডারীর নাম প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি


প্রকাশের সময় :১০ সেপ্টেম্বর, ২০১৭ ১:২৪ : পূর্বাহ্ণ 712 Views

মোঃজিহানুর রহমান চৌধুরী (চট্রগ্রাম):-সমালোচক ও ধান্ধাবাজদের ফাইজলামীতে হতাশ হওয়ার ও দুশ্চিন্তা করার কোনো কারন নাই।বাংলাদেশ ও সাতকানিয়া লোহাগাড়ার লাখো সাধারন মানুষ আপনার সাথে ছিল এবং থাকবে।কারন আপনি উদার মনের এমন এক নেতা সদা সর্বদা
আপনার সাতকানিয়া লোহাগাড়ার সাধারন মানুষের খবর আপনি রাখেন।সহযোগীতার হাত বাড়িয়ে দেন সবার আগে।কথায় ও কাজে সাহস যোগান।আপনি ও আপনার প্রিয়তম সহধর্মিণীর বহুমুখী প্রতিভা ও যোগ্যতার অধিকারী সাতকানিয়া লোহাগাড়ার নারীদের অভিবাবক,
আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহীর সদস্য মিসেস রিজিয়া রেজা চৌধুরী বিশাল মনের।সৃষ্টিকর্তার এক সৃষ্টি দেশ ও জাতির কল্যানে মাননীয় প্রধানমন্ত্রীর ভিশন বাস্তবায়নে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন।আপনাদের জনকল্যাণমুলক কাজ ও পরিশ্রম কখনো বৃথা যাবেনা।আপনারা জনগনের হৃদয়ে থাকবেন আজীবন।মানবতার সেবাই আপনাদের ধর্ম।আপনাদের কর্মের গুনে হাজার বছর স্বরনীয় হয়ে থাকবেন মানুষের অন্তরে।আপনাদের ব্যাক্তিত্তের মুল্য কিছু মানুষ বুঝতেছেনা।কারন তারা বুঝার লোক নই।স্বার্থপরতা এদেরকে অন্ধ করে দিয়েছে।সুতরাং এগিয়ে যান দুর্বার গতিতে,সকল কিছুর উর্দ্ধে মানব সেবা ও দেশপ্রেম এর মহান এজেন্ডা নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তারই সোহাগী কন্যা দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন ও মিশন বাস্তবায়নে ডিজিটাল বাংলাদেশ গড়ার অংশিদার হোন।আমরা ছিলাম আছি থাকব।জয় বাংলা/জয় বঙ্গবন্ধু।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
March 2025
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728  

error: কি ব্যাপার মামা !!